Image

পেসার শরিফুলের পরিবর্তে কেন জাকের, যা বললেন হান্নান সরকার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পেসার শরিফুলের পরিবর্তে কেন জাকের, যা বললেন হান্নান সরকার

পেসার শরিফুলের পরিবর্তে কেন জাকের, যা বললেন হান্নান সরকার

পেসার শরিফুলের পরিবর্তে কেন জাকের, যা বললেন হান্নান সরকার

ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি পেসার শরিফুল ইসলামকে। খেলার জন্য ১০০% ফিট না হওয়ায় নেয়া হয়েছে এমন সিন্ধান্ত। পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টেও ফিটনেসের কারণে খেলানো হয়নি তাকে। টেস্টের পরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও খেলবে বাংলাদেশ। পূর্ণ বিশ্রাম দিয়ে সেই সিরিজে শরিফুলকে পাওয়া নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়না বিসিবি, জানালেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার।

বৃহস্পতিবার স্কোয়াড ঘোষণার পর মিরপুরে সংবাদ সম্মেলনে হান্নান সরকার বলেন, "শরিফুল আসলে ১০০% ফিট বলা যাবে না। পাকিস্তানে দ্বিতীয় টেস্টেই সে আনফিট ছিল। একাদশে ছিল না। সেই প্রসেসেই তাকে রাখা হয়েছে, ফিজিও ট্রেনাররা দেখভাল করছেন। এখন ১০০% ফিট তাকে বলব না টেস্টের জন্য। টেস্টে আপনারা জানেন ১৫-২০ ওভার বল করা দরকার হতে পারে। সামনে আমাদের টি-টোয়েন্টি সিরিজ আছে। সাদা বলে আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার। যেহেতু ১০০% ফিট না, তাই আমরা ঝুঁকি নিতে চাইনি। টেস্টে আমাদের বেশ কিছু প্লেয়ার ফিট আছে, প্রতিযোগিতা করার মত। সেজন্য আমরা ঝুঁকি নিতে চাইনি। যদি সময়ের সঙ্গে সঙ্গে রিকোভার করতে পারে টি-টোয়েন্টিতে আশা করি খেলতে পারবে।" 

বাংলাদেশ দল ভারতে যাচ্ছে ৪ পেসার নিয়ে। শরিফুলের পরিবর্তে কোনো পেসার না নিয়ে দলে নেয়া হয়েছে জাকের আলি অনিককে। কন্ডিশন বিবেচনায় ৫ পেসার না নিয়ে একজন মিডল অর্ডার ব্যাটার বাড়ানো হয়েছে বলে জানান হান্নান সরকার।

"জাকের আলির বিষয়টা হচ্ছে আমরা মাথায় রেখেছিলাম কন্ডিশন এবং প্রতিপক্ষ। পাকিস্তানে আমরা পাঁচজন পেসার নিয়ে গিয়েছিলাম এখানে আমরা পেসার কমিয়ে চারজন এনেছি এবং একজন ব্যাটার নিয়েছি মিডল অর্ডারে। আমাদের টিম কম্বিনেশনে মনে হয়েছে মিডল অর্ডারে একটা অপশন বাড়ানো দরকার। সেখানে আমরা এটা বাড়িয়েছি।"

বাংলাদেশের হয়ে কোনো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই জাকেরের। জাতীয় দলের হয়ে খেলেছেন শুধু ১৭ টি টি-টোয়েন্টি ম্যাচ। তাও কেনো টেস্ট দলের নিয়মিত মুখ দিপুকে না নিয়ে দলে নেয়া হয়েছে জাকেরকে? এমন প্রশ্নের উত্তরে হান্নান সরকার বলেন,

"সবগুলো প্ল্যানে আমাদের শেষ দিকে দিপু ছিল। একটা জিনিস লক্ষ্য করবেন দিপু যখন ম্যাচ খেলেছে আমাদের সাকিব এবং মুশফিক সবসময় এভেইলএবল ছিল না। কেউ একজন অনুপস্থিত ছিল তখন দিপু খেলেছে। খারাপ ভালো মিলিয়েই খেলেছে। সাম্প্রতিক পারফরম্যান্স এখানে আমরা বিবেচনায় নিয়েছি। দিপু অস্ট্রেলিয়া পাকিস্তানে খেলেছে। খুব ছন্দে নেই। আন্তর্জাতিক ম্যাচে ফর্ম অনেক গুরুত্বপূর্ণ। দিপু আমাদের ভবিষ্যতের প্লেয়ার। আমাদের প্ল্যানের মধ্যেই রয়েছে কাছ থেকেই রয়েছে।"

জাকের সম্পর্কে হান্নান সরকার আরো বলেন, "জাকেরের আগের রেকর্ড লঙ্গার ভার্সনে কিন্তু সে অনেক কার্যকরী হতে পারত। আগে হয়ত দলে আসতে পারেনি। পাকিস্তানে ১৭২ করেছে চমৎকার ইনিংস খেলেছে। সবকিছু মিলিয়ে আমরা জাকেরকে একটু এগিয়ে নিয়েছি।"

Details Bottom