নাহিদ রানাকে টি-টোয়েন্টি দলে ডাকল বিসিবি
- 1
নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 2
দুইজনের রান পুষিয়ে দিতে পেরে বেজায় খুশি ম্যাচসেরা জাকের আলি
- 3
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটল, সমাধান খুঁজে নিল আইসিসি
- 4
ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
- 5
অলরাউন্ডার শান্তর দাপটে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করলো রাজশাহী
নাহিদ রানাকে টি-টোয়েন্টি দলে ডাকল বিসিবি
নাহিদ রানাকে টি-টোয়েন্টি দলে ডাকল বিসিবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াডে যুক্ত করা হয়েছে তরুণ ফাস্ট বোলার নাহিদ রানাকে। ৪ দিন আগে দল ঘোষণা হলেও, আজ নাহিদ রানাকে যুক্ত করে ফের স্কোয়াড প্রকাশ করে বিসিবি। ফলে ১৫ সদস্যের স্কোয়াড এখন দাঁড়িয়েছে ১৬'তে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা। বাংলাদেশ দল এখন সেন্ট ভিনসেন্টে রয়েছে, যেখানে ১৬, ১৮ এবং ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ খেলবে।
২২ বছর বয়সী রানা ইতিমধ্যে বাংলাদেশের হয়ে ছয়টি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলেছেন। কিন্তু এখনও আন্তর্জাতিকে টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়নি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল ও নাহিদ রানা।