Image

আমি আশা করি সাকিব গ্রে'প্তার হবে না: আসিফ নজরুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আমি আশা করি সাকিব গ্রে'প্তার হবে না: আসিফ নজরুল

আমি আশা করি সাকিব গ্রে'প্তার হবে না: আসিফ নজরুল

আমি আশা করি সাকিব গ্রে'প্তার হবে না: আসিফ নজরুল

হত্যা মামলার অভিযোগ মাথায় নিয়েই রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে খেলেছেন সাকিব আল হাসান। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার আজকের কথা শুনে থাকলে সাকিব হয়তো বেশ স্বস্তিতেই পাকিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচটা খেলতে পারবেন। সাকিবের বিরুদ্ধে যে এক মিথ্যা হত্যা মামলা হয়েছে, তা সবারই বুঝতে বাকি নেই। অধ্যাপক আসিফ নজরুল মনে করেন, এমন মামলা বরাবরই অপ্রত্যাশিত।

দলের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব, একই সঙ্গে তিন ফরম্যাটেই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন তিনি। তবে খেলার বাইরে সাকিবের ছিল আরও এক পরিচয়। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ক্ষমতার পালাবদলে সরাসরি আক্রান্ত সাকিব আল হাসান। আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি। আন্দোলনের মুখে তাদের সরকার পতন হলে সংসদ সদস্য পদ হারান। তার দল ক্ষমতা হারালেও সাকিব এখনো জাতীয় দলের ক্রিকেটার। তবে একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে এই তারকা অলরাউন্ডারকে। সাকিব এই মুহূর্তে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে আছেন। 

আজ বুধবার সচিবালয়ে সাকিব ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, 'আমি আশা করি সাকিব গ্রেপ্তার হবে না। আমি যতদূর জানি আমাদের পুলিশ বাহিনীকে বলা আছে যে, এপারেন্টলি অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনের মধ্যে থেকে রিস্টেইন বজায় রাখার জন্য।' 

গার্মেন্টসকর্মী হত্যা মামলায় অভিযুক্ত সাকিব তখন কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছিলেন। দেশে ছিলেন না লম্বা সময়। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব। রাজনৈতিক অস্থিরতার এই সময়ে সাকিবের ক্রিকেটীয় পারফরম্যান্সে কোন প্রভাব পড়েনি। খেলা চালিয়ে যাবেন সাকিব, পাশে আছে বিসিবিও। সাকিবকে সব ধরনের আইনি সহায়তা দেবার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। এই কঠিন সময়ে সাকিব পাশে পাচ্ছেন সতীর্থদেরও। 

দলের ঐতিহাসিক জয়ে রেখেছেন বল হাতে গুরুত্বপূর্ণ অবদান। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক জয়ের দিন সাকিব প্যাভিলিয়নে ফেরান পাকিস্তানের তিন ব্যাটারকে। ৩০ অগাস্ট দ্বিতীয় টেস্ট হবে করাচিতে।

পাকিস্তান সিরিজের পর অবশ্য দেশে ফিরছেন না সাকিব। পাকিস্তান থেকে কাউন্টি ম্যাচ খেলতে তিনি যেতে পারেন ইংল্যান্ডে। সেখান থেকে সেপ্টেম্বরের মাঝামাঝিতে ভারত যাবেন জাতীয় দলের অ্যাসাইনমেন্টে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে। 

Details Bottom