এলপিএলে বিবর্ণ তাসকিন ও শরিফুল, হারল দুজনের দলই
-
1
রেজিস্ট্রেশন করলেও আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় নেই সাকিব
-
2
বিগ ব্যাশে রিশাদের দল হোবার্ট হারিকেনসের ম্যাচের সময় সূচি
-
3
জো রুটের শতক মুক্ত করল হেইডেন পরিবারের অস্বস্তি
-
4
যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রিকেট লিগের বার্ষিক অ্যাওয়ার্ডস বাংলাদেশি কমিউনিটির ক্লাবগুলোর দারুণ সাফল্য
-
5
নিউজিল্যান্ডের দিনে টিকনার ঝলক, তবে ইনজুরিতে মাঠ ছাড়লেন তিনি
এলপিএলে বিবর্ণ তাসকিন ও শরিফুল, হারল দুজনের দলই
এলপিএলে বিবর্ণ তাসকিন ও শরিফুল, হারল দুজনের দলই
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৪ এ হচ্ছে রানের বন্যা। প্রায় রোজই ব্যাটাররা সেঞ্চুরি তুলে নিচ্ছেন, বোলাররা রান বিলাচ্ছেন। বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের দিন ভালো যায়নি ১০ জুলাই। দুজনই বল হাতে ছিলেন খরুচে, হেরেছে দুজনের দলই।
এবারের এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তাসকিন আহমেদ। এই দলে একমাত্র বাংলাদেশি তাসকিনই। বুধবার জাফনা কিংসের বিপক্ষে ৭ উইকেটের পরাজয় বরণ করেছে তাঁরা।
আগে ব্যাট করে ৮ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে কলম্বো স্ট্রাইকার্স। ব্যাট হাতে ১০ বলে ১ টি করে চার ও ছয়ে ১৫ রান করে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ।
বল হাতে অবশ্য আলো ছড়াতে পারেননি। শুরুতে জাফনা কিংসের ওপেনার পাথুম নিসাঙ্কার উইকেট নিলেও পরে রান দিয়েছেন বেশ। ৩ ওভারে ৩৮ রান খরচে উইকেট ঐ একটিই।
১৮.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় জাফনা কিংস। ৫ম ম্যাচে এটি কলম্বোর ৩য় পরাজয়। অন্যদিকে জাফনা কিংসের ৬ষ্ঠ ম্যাচে ৪র্থ জয়।
অন্যদিকে ক্যান্ডি ফ্যালকন্সের হয়ে খেলছেন শরিফুল ইসলাম। বুধবার তাঁর দল গল মার্ভেলসের বিপক্ষে হেরেছে ৮ উইকেটে।
আগে ব্যাট করে ৯ উইকেটে ১৮৭ রান তোলে ক্যান্ডি ফ্যালকন্স। ব্যাট হাতে ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন তিনি।
ব্যাট হাতে রান পেলেও বল হাতে উইকেটের দেখা পাননি শরিফুল। ২ ওভার বল করে ২৯ রান খরচ করলেও পাননি কোন উইকেট।
৪ বল ও ৮ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌছে যায় গল মার্ভেলস। ৬ ম্যাচে ৪ টিতেই জয় পেয়েছে গল। ৬ ম্যাচের মাত্র ২ টিতে জয় পেয়েছে ক্যান্ডি।
