'আমার অন্যতম পছন্দের খেলোয়াড় লিটন, টপ কোয়ালিটি প্লেয়ার'
'আমার অন্যতম পছন্দের খেলোয়াড় লিটন, টপ কোয়ালিটি প্লেয়ার'
'আমার অন্যতম পছন্দের খেলোয়াড় লিটন, টপ কোয়ালিটি প্লেয়ার'
ম্যাচ শুরুর দুদিন আগেই একাদশ জানিয়ে দিয়েছে পাকিস্তান। আবরার আহমেদকে বাদ দেয়ায় বিশেষজ্ঞ স্পিনার ছিলো না দলে, সেজন্য আগেই অনুমেয় ছিলো বাংলাদেশের বিপক্ষে সম্পূর্ণ পেস আক্রমণ নিয়ে মাঠে নামবে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে একাদশে কেনো কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই সেটার ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।
মঙ্গলবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে শান মাসুদ বলেন,
‘যখনই ঘরোয়া ক্রিকেট খেলেছি, রাওয়ালপিন্ডির কন্ডিশন পেসার ও ব্যাটসম্যানদের সহায়তা করেছে। স্পিন বোলিং ওই অর্থে কোনো হুমকি নয়। ঘরোয়া ক্রিকেটে যেমন চলেছে, তা মাথায় রেখেই এগোতে চেয়েছি। নতুন কিছু করতে চাই না, রাওয়ালপিন্ডিতে সাধারণত যে সুবিধা পাওয়া যায় না।’
রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টেস্ট একাদশে আছেন চারজন পেসার, ছয়জন ব্যাটসম্যান ও একজন ব্যাটিং অলরাউন্ডার। রাওয়ালপিন্ডিতে পেসার এবং ব্যাটাররা বাড়তি সুবিধা পান বলেই এমন একাদশ পাকিস্তানের।
মীর হামজাকে না নিয়ে মোহাম্মদ আলী কেন একাদশে এই প্রশ্নের উত্তরে মাসুদ বলেছেন, ‘কে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে বেশি সহায়তা করতে পারবে, সেই বিষয়টা আমরা বিবেচনা করেছি, আশা করছি সে আগামীকাল নতুন বলেও বোলিং করবে। আমরা বিশ্বাস করি মোহাম্মদ আলী এই ভূমিকার জন্য ভালো হবে। সে উইকেটের ওপর জোরে বল করে, সিমের সঙ্গে দুই দিকেই বাতাসে সুইং করাতে পারে। অতিরিক্ত গতিও আছে। কেউ আরেকজনের চেয়ে ভালো বিষয়টা আসলে এমন নয়, বরং এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কে কন্ডিশনের সঙ্গে বেশি মানানসই।’
লিটন দাসকে 'টপ কোয়ালিটি প্লেয়ার' আখ্যা দিয়ে এবং বাংলাদেশের পুরো ব্যাটিং ইউনিটকে প্রশংসা করে পাকিস্তানের অধিনায়ক বলেন, 'আমার অন্যতম পছন্দের খেলোয়াড় লিটন দাস। টপ কোয়ালিটি প্লেয়ার। শুধু লিটনই নন, সাকিব-মুশফিক-মুমিনুলের প্রতিও সমীহ শান এর, 'সাকিব, মুশফিক, মুমিনুলের মতো ক্রিকেটার আছে যারা অনেক অভিজ্ঞ, অনেক ম্যাচ খেলেছে। টেস্ট ক্রিকেটে এই অভিজ্ঞতাটাই আপনাকে সহায়তা করবে। বোলিং অ্যাটাক তরুণ হলেও এখানেও প্রতিভাবানরা আছে। তাসকিন এই ম্যাচে নেই, সে-ও কোয়ালিটি বোলার। বাকিরাও কোয়ালিটি বোলার। দলটা ঠিক পথেই এগোচ্ছে।'