দুই সেঞ্চুরিতে মুলতান টেস্টের প্রথম দিন পাকিস্তানের
দুই সেঞ্চুরিতে মুলতান টেস্টের প্রথম দিন পাকিস্তানের
দুই সেঞ্চুরিতে মুলতান টেস্টের প্রথম দিন পাকিস্তানের
মুলতান টেস্টের প্রথম দিন নিজেদের করে নিল পাকিস্তান। সকালের শুরুতেই সাইম আইয়ুবকে হারানো পাকিস্তান দ্বিতীয় উইকেট জুটিতে পায় ২৫৩ রান। ওপেনার আবদুল্লাহ শফিকের সেঞ্চুরি, অধিনায়ক শান মাসুদের দেড়শত রানের ইনিংসে ভর দিয়ে প্রথম দিন শেষে পাকিস্তানের রান ৪ উইকেটে ৩২৮। থিতু হয়ে যাওয়া বাবর আজম দিনের খেলার একদম শেষ সময়ে এসে উইকেট হারান।
বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পাওয়া পাকিস্তানের সামনে এবার ইংল্যান্ড। আজ মুলতানে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা ইনিংসের শুরুতেই অবশ্য হারিয়ে বসে ওপেনার সাইম আইয়ুবের উইকেট। গ্যাস আটকিনসনের বলে উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দেওয়া সাইম রান পেয়েছেন কেবল ৪।
দিনের প্রথম সেশনে কেবল সাইম আইয়ুবকে হারানো পাকিস্তান ২৫ ওভারে রান পায় ১২২। লাঞ্চ বিরতির পরের সেশনে আবদুল্লাহ শফিক আর শান মাসুদ মিলে গড়েন প্রতিরোধ, পাকিস্তান কাটালো উইকেটশূন্য এক সেশন। দ্বিতীয় সেশনে হওয়া ২৭ ওভারে পাকিস্তানের স্কোরবোর্ডে যোগ হয় আরও ১১০ রান।
লাঞ্চ ব্রেকের আগেই ফিফটি পূর্ণ করেন শফিক-শান। বিরতি থেকে ফিরে সেঞ্চুরি হাঁকিয়ে নেন অধিনায়ক শান মাসুদ। ২৩৩ রান নিয়ে চা বিরতিতে যাওয়া পাকিস্তান দিনের শেষ সেশনে অবশ্য হারায় ৩ উইকেট। ১৬৫ বলে শতক ছুঁয়ে ব্যক্তিগত ১০২ রানে উইকেট হারান আবদুল্লাহ শফিক।
তবে অধিনায়ক শান মাসুদ ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে দেড়শত রানের মাইলফলক ছুঁয়েছেন ১৬৬ বলে। এরপর অবশ্য পাকিস্তান অধিনায়ক বেশিদূর এগিয়ে যেতে পারেননি। জ্যাক লিচের বলে ফিরতি ক্যাচ দিলে ১৫১ রানে থামে শান মাসুদের অনবদ্য সুন্দর ইনিংস। ১৭৭ বলে যা সাজানো ছিল ১৩ চার ও ২ ছক্কায়। চারে নামা বাবর আজম ইনিংস শুরু করেন বেশ দেখ-শুনেই। কিন্তু দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগের ওভারে লেগ বিফোরে উইকেট হারান বাবর আজম। ৭১ বল খেলা বাবর ৩০ রান নিয়ে ফিরে যান প্যাভিলিয়নে।
বাবরের বিদায়ের পর নাইটওয়াচম্যান হিসেবে ক্রিজে এসে নাসিম শাহ মোকাবিলা করেন ৩ বল। অপরদিকে ৩৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সৌদ শাকিল। ৪ উইকেটে ৩২৮ রান নিয়ে কাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবে পাকিস্তান।