সঞ্জয় মাঞ্জরেকারের স্কোয়াডে নেই কোহলি, পান্ডিয়া
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 5
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
সঞ্জয় মাঞ্জরেকারের স্কোয়াডে নেই কোহলি, পান্ডিয়া
সঞ্জয় মাঞ্জরেকারের স্কোয়াডে নেই কোহলি, পান্ডিয়া
ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার তার পছন্দের ১৫ জন সদস্য নির্বাচন করেছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। সাবেক ক্রিকেটাররা নিজেদের মতামত জানিয়ে দল জানিয়ে দিচ্ছেন প্রায় প্রতিদিন। বিশ্বকাপের মূল দল আইসিসি’তে জানানোর সময়ও নিকটে এসেছে। মাঞ্জরেকার তার দলে রাখেননি ভিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া'কে।
ভারতের এই দল নির্বাচন করা যে কঠিন এক কাজ হয়ে দাঁড়াচ্ছে, তা সবাই স্বীকার করছেন। স্টার স্পোর্টস এ আলাপ করতে গিয়ে মাঞ্জরেকারও তা জানালেন। আইপিএলের চলতি মৌসুমে লোকাল খেলোয়াড়দের জয়জয়কার পরিস্থিতি খেয়াল করা যাচ্ছে।
মাঞ্জরেকার বলেন, “এটা খুবই কঠিন, কারণ এখানে গুণসম্পন্ন খেলোয়াড় অনেক। এর উপর আইপিএল শেষে, অনেকগুলো নাম রয়েছে।”
সবচেয়ে আলোচিত যে ব্যাপার, মাঞ্জরেকার তার স্কোয়াডে কোহলিকে রাখেননি। তিন নম্বরের জন্য তিনি সানজু স্যামসনকে বিবেচনা করছেন। এছাড়াও রবীন্দ্র জাদেজার পাশাপাশি ক্রুনাল পান্ডিয়াকে অলরাউন্ডার হিসেবে দেখছেন তিনি।
কোহলি দ্রুত রান করতে পারছেন না, বলে বেশ আলোচনা ছিল। তবে আইপিএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত এই ব্যাটারের রান সর্বোচ্চ ৪৬০, যেখানে স্ট্রাইক রেট বলছে ১৪৫.৭৬। সর্বশেষ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে কোহলির রান তোলা ছিল কিছুটা ধীর গতির। এছাড়াও যৌথভাবে আইপিএল ইতিহাসে ধীর গতির সেঞ্চুরি করেছেন এই ব্যাটার।
আইপিএলে বেশ কঠিন সময় পার করছেন হার্দিক। মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত ১৫১ রান করেছেন, যেখানে সর্বোচ্চ ৩৯ রান। উইকেট নিয়েছেন মাত্র ৪ টি।
চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত সময় পার করছেন শিভাম দুবে। তাকেও স্কোয়াডে রাখেননি মাঞ্জরেকার। দলে নেই রিংকু সিং। রোহিতের সাথে ইয়াশাসভি জাইসাওয়াল ওপেনিংয়ে খেলবেন। রিশাব পান্ট ও লোকেশ রাহুল দুইজন উইকেটরক্ষক হিসেবে পছন্দ করেছেন তিনি।
যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব দুইজন বিশেষায়িত স্পিনার আছে মাঞ্জরেকারের দলে। পেস বোলিংয়ে মায়াঙ্ক যাদবকে রেখেছেন তিনি। এই তরুণ বোলার চলতি আইপিএলে গতির ঝড় তুলেছিলেন। এই তালিকায় আরও আছেন; জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আভেশ খান ও হারশিত রানা।
সঞ্জয় মাঞ্জরেকারের ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), ইয়াশাসভি জাইসাওয়াল, সানজু স্যামসন, সুরিয়াকুমার যাদব, রিশাব পান্ট, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আভেশ খান, হারশিত রানা, মায়াঙ্ক যাদব, ক্রুনাল পান্ডিয়া।