Image

জাতীয় লিগে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন আকবর আলি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জাতীয় লিগে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন আকবর আলি

জাতীয় লিগে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন আকবর আলি

জাতীয় লিগে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন আকবর আলি

অপেশাদার আচরণের কারণে শাস্তি পেলেন আকবর আলি। আম্পায়ারের সাথে তর্কে জড়ানো সহ আপত্তিকর আচরণে জাতীয় ক্রিকেট লিগে পরের দুই ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে যুব বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে।

ঘটনাটি ঘটে জাতীয় লিগে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশাল বিভাগ বনাম রংপুরের ম্যাচ চলাকালীন। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন রংপুরের অধিনায়ক আকবর আলি। ফিল্ডিং করার সময় আম্পায়ারের সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। পরে ব্যাটিংয়ের সময় আম্পায়ার তাকে আউট দিলে ক্ষিপ্ত হয়ে ব্যাট ছুড়ে মারার পাশাপাশি ড্রেসিংরুমে যেয়ে চেয়ারও ভেঙেছেন আকবর।

ম্যাচটিতে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান ও সোহরাব হোসেন। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন আখতার আহমেদ। তারাই ম্যাচ রিপোর্টে এ তথ্য উল্লেখ করেছেন। শৃঙ্খলাবিধির লেভেল-২ ভঙ্গ করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আকবর। 

১ ম্যাচে ৫ টি ডিমেরিট পয়েন্ট পাওয়ার কারণে আকবরকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা ছাড়াও ম্যাচ ফি এর ৯৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three