'বোলিং কোচ হিসেবে ব্রাভোর অন্তর্ভুক্তি একটি দুর্দান্ত পদক্ষেপ'
'বোলিং কোচ হিসেবে ব্রাভোর অন্তর্ভুক্তি একটি দুর্দান্ত পদক্ষেপ'
'বোলিং কোচ হিসেবে ব্রাভোর অন্তর্ভুক্তি একটি দুর্দান্ত পদক্ষেপ'
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের বোলিং পরামর্শক হিসেবে ক্যারিবীয়ান তারকা ডোয়াইন ব্রাভোকে দলে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যার ফল টাও হাতেনাতে পেয়েছেন তারা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বোলারদের দারুন বোলিংয়ে উগান্ডাকে পরাজিত করেছে আফগানিস্তান।
বিশ্বকাপে শুভ সূচনা করে খুশি আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট। তবে উগান্ডার বিপক্ষে আফগানদের এই জয়ে ডোয়াইন ব্রাভোর অন্তভূক্তির সিন্ধান্তকে আলাদা ভাবে প্রসংশা করেছেন ট্রট। ট্রট বিশ্বাস করেন ব্রাভোর বিশাল অভিজ্ঞতা আফগান বোলারদের দারুন ভাবে প্রভাবিত করেছে। ব্রাভো সম্পর্কে তিনি বলেন-
"ব্রাভোর সাথে কাজ করা আমাদের প্রথম ম্যাচে ছেলেরা সত্যি ই ভালো বল করেছে। ছেলেদের জন্য এটা ভালো শুরু, ক্রেডিট ব্রাভোর।"
বলে রাখা ভালো, ৪০ বছর বয়সী ডোয়াইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৯৫ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। রানের সংখ্যা ৬৪২৩, উইকেট নিয়েছেন ৩৬৩ টি। টি-টোয়েন্টি ক্রিকেটে নিশ্চিতভাবে তিনি অন্যতম সফল অলরাউন্ডার। দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, এবং ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে আইপিএল, সিপিএল শিরোপা জিতেছেন তিনি।
মঙ্গলবার গায়ানায় উগান্ডার বিপক্ষে ১২৫ রানে জয় পেয়েছে রশিদ খানের দল। টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা দল উগান্ডা। ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে উগান্ডা। ফজলহক ফারুকীর প্রথম ওভারেই দুই উইকেট হারায় তারা। এরপর দ্বিতীয় ওভারেও উইকেট হারায় উগান্ডা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত মাত্র ৫৮ রানে থামে উগান্ডার ইনিংস। আফগানদের হয়ে ফারুকী ৪ ওভার বোলিং করে ৯ রানে ৫ উইকেট নেন। এছাড়াও নবীন-উল-হক ২ ওভারে ৪ রানে দুইটি এবং অধিনায়ক রশিদ খান ৪ ওভারে ১২ রানে ২টি উইকেট পেয়েছেন। বাকি উইকেটটি পেয়েছেন মুজিব উর রহমান।
আফগানিস্তানের বিপক্ষে বড় হারের পর ঘুরে দাড়াতে চান উগান্ডার অধিনায়ক ব্রিয়ান মাসাবা। মনোযোগ রাখতে চান ইতিবাচক দিকে। প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে এসে আফগানিস্তানের মত বড় দলের বিপক্ষে নার্ভ করে রাখা কতটা চ্যালেঞ্জিং ছিলো এটা বুঝতে পারছেন মাসাবা। তিনি বলেন-
" বিশ্বকাপের মঞ্চে দেশের জাতীয় সংগীত শোনা ও পতাকা পতাকা উড়তে দেখা আমাদের জন্য বিশেষ একটি মুহুর্ত।
পরের ম্যাচে ভালো খেলার আশা রাখছেন ব্রিয়ান মাসাবা। সি গ্রুপে নিজেদের পরের ম্যাচে বৃহস্পতিবার পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে তারা। অন্যদিকে একই মাঠে শনিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান।