Image

তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত

তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত

তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত

বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কেমন দল চান? অধিনায়কের কথায় পরিষ্কার, তামিম ইকবাল বা মুশফিকুর রহিমকে টি-টোয়েন্টির অবসর ভেঙে ফেরানোর চিন্তা এখন পর্যন্ত দলের মধ্যে নেই। তবে ফিট তামিমকে যেকোনো ফরম্যাটে পেলেই খুশি হবেন শান্ত।

গতকাল মিরপুর হোম অব ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ শেষে দীর্ঘক্ষণ ড্রেসিংরুমে গল্প-আলোচনায় দেখা গেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালকে। ঠিক কোন-কোন ইস্যুতে তামিমের সঙ্গে শান্তর এই আলোচনা চলছিল? বিশ্বকাপের আগে দলে ফেরার কোনো ইঙ্গিত ছিল?

আজ নাজমুল হোসেন শান্ত নিজেই জানালেন সেসব কথা,

 

'(তামিমের সঙ্গে) সুন্দরভাবে বসে আড্ডা দেওয়া হয়েছে। ক্রিকেট নিয়ে কথা হয়েছে। কী অবস্থায় উনি আছেন। আমরা বা আমি অধিনায়ক হিসেবে কীভাবে চিন্তা করছি, এসব নিয়ে কথা হয়েছে। এই মুহূর্তে আপনাদের পরিস্কারভাবে বলা মুশকিল। কারণ সময়ের ব্যাপার। উনিও একটু সময় চেয়েছেন। একটু চিন্তা-ভাবনা করবেন হয়তো। ডিপিএলও চলছে। টুর্নামেন্ট শেষ হোক। আমারও একটু চিন্তা-ভাবনা করা লাগবে। এমনিতে নরমালি একটু ক্রিকেট নিয়ে... কী অবস্থা, কী আছে এসব কথাই হয়েছে।'

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসরে যাওয়া ওপেনার তামিম ইকবাল ফিটনেসের কারণে খেলতে চান না টেস্ট ম্যাচও। আইসিসির এফটিপি অনুযায়ী এ বছর ডিসেম্বরের আগে বাংলাদেশ দল কোনো ওয়ানডে সিরিজ খেলবে না। তাই স্বাভাবিকভাবেই আরও দীর্ঘায়িত হবে তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা।

বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত অবশ্য জানান তামিম ইকবাল পুরোপুরিভাবে ফিট হয়ে ম্যাচ খেলার মতো অবস্থায় থাকলে যেকোনো সংস্করণেই চাইবেন তাকে, তবে আছে কিন্তুও।

'আমি তো চাইব, উনি যদি ফিট থাকেন, টি-টোয়েন্টি যদিও রিটায়ার করেছেন, যদি উনি ফিট থাকেন, যে কোনো ফরম্যাটে এলেই আমরা খুশি হবো। আমার মনে হয়, আমি না শুধু, দেশের প্রত্যেকটা মানুষ, ক্রিকেটারই খুশি হবে। এটা তো ইচ্ছা। এটা চাওয়া। তবে সবার আগে উনার চাইতে হবে। তারপর বাকি প্রক্রিয়া। তবে অধিনায়ক হিসেবে, আমার যেটা ইচ্ছা বা চাহিদা, সে বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ-আলোচনা করেছি।'

শান্ত পরে অবশ্য এটাও নিশ্চিত করেছেন, তামিম বা মুশফিকদের টি-টোয়েন্টির অবসর ভেঙে দলে ফেরানোর চিন্তা নেই টিম ম্যানেজমেন্টের।

'এই মুহূর্তে এই ধরনের (তামিম-মুশফিকের টি-টোয়েন্টি অবসর ভাঙানো) চিন্তা-ভাবনা করছি না। বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই। দলটা মোটামুটি খুব ভালো থিতুও আছে। আর বেশ কয়েক দিন ধরে তামিম ভাইয়ের ফিটনেসেরও একটা ইস্যু আছে। সেসব নিয়েও আমাদের কথা হয়েছে। এই মুহূর্তে এসব কিছু ভাবছি না। তবে অবশ্যই দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three