Image

ওয়ানডে সিরিজেও নেই বাটলার, অধিনায়ক হলেন ব্রুক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়ানডে সিরিজেও নেই বাটলার, অধিনায়ক হলেন ব্রুক

ওয়ানডে সিরিজেও নেই বাটলার, অধিনায়ক হলেন ব্রুক

ওয়ানডে সিরিজেও নেই বাটলার, অধিনায়ক হলেন ব্রুক

নিয়মিত অধিনায়ক জস বাটলারের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন ব্রুক, সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ওলি পোপের ডেপুটি থাকার দায়িত্ব পান। অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে দলে আনা হয়েছে।

ডান কাফের চোটে জস বাটলার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও মিস করবেন। হ্যারি ব্রুক প্রথমবারের মতো ইংল্যান্ডের অধিনায়কত্ব করবেন। প্রথম দুই টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর লিয়াম লিভিংস্টোন ডাক পেলেন পঞ্চাশ ওভারের ফরম্যাটে। 

এদিকে, বাঁহাতি পেসার জশ হাল কোয়াড ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের হয়ে অভিষেক হওয়া হাল রঙিন পোশাকে নামার আগেই ছিটকে গেলেন। 

১৯ সেপ্টেম্বর ট্রেন্ট ব্রিজে শুরু ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ। 

ইংল্যান্ড স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, ওলি স্টোন, রিস টপলি, জন টার্নার। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three