Image

আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর গ্রুপ ও সূচি চূড়ান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর গ্রুপ ও সূচি চূড়ান্ত

আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর গ্রুপ ও সূচি চূড়ান্ত

আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর গ্রুপ ও সূচি চূড়ান্ত

আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) আজ ২০২৪ আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে। চলতি বছরের ৩ থেকে ২০ অক্টোবর এবারের উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে। 

১০ টি দল ২ টি স্টেডিয়ামে ১৮ দিনে খেলবে মোট ২৩ ম্যাচ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসবে সংক্ষিপ্ততম ফরম্যাটে নারীদের শ্রেষ্ঠত্বের আসর। 

আয়োজক বাংলাদেশের রাজধানী ঢাকার এক পাচতারকা হোটেলে বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়। যেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন, আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস, বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কর উপস্থিত ছিলেন। 

সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে বাংলাদেশ ও ভারতের নারী দলের দুই অধিনায়কের সঙ্গে নিজ বাসভবনে দেখা করেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

 

গ্রুপ এ- অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও কোয়ালিফায়ার ১
গ্রুপ বি- বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার ২। 

গ্রুপ এ'র ম্যাচগুলো হবে সিলেটে, গ্রুপ বি'র ম্যাচগুলো হবে ঢাকায়। এর মানে আয়োজক বাংলাদেশের সব ম্যাচ মিরপুরে। 

৩ অক্টোবর বিশ্বকাপ শুরুর দিন স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে কোয়ালিফায়ার ২ এর। একই দিনে ২০২৩ এর রানার আপ দক্ষিণ আফ্রিকা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। 

৬ বার উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া তাঁদের বিশ্বকাপ মিশন শুরু করবে ৪ অক্টোবর, সিলেটে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোয়ালিফায়ার ১। ভারত ও পাকিস্তান একে অন্যের মুখোমুখি হবে ৬ অক্টোবর, সিলেটে। 

দুই গ্রুপের সেরা দুইটি করে দল সেমিফাইনালে উঠবে। ১৭ অক্টোবর প্রথম সেমিফাইনাল সিলেটে, ১৮ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল ঢাকায়। ২০ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। 

উল্লেখ্য, কোয়ালিফায়ার ১ ও ২ দল চূড়ান্ত হবে চলমান আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ার থেকে। 

টুর্নামেন্ট শুরুর আগে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) তে হবে ১০ টি প্রস্তুতি ম্যাচ। 

আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি- 

 

উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশের সূচি- 

 

Details Bottom
Details ad One
Details Two
Details Three