Image

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথে কঠিন প্রতিদ্বন্দ্বিতা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথে কঠিন প্রতিদ্বন্দ্বিতা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথে কঠিন প্রতিদ্বন্দ্বিতা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথে কঠিন প্রতিদ্বন্দ্বিতা

জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লড়াই। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে পরাজয়ের পর ফাইনাল খেলার পথ কঠিন হয়েছে ভারতের। ভারত হারায় ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে আরো কয়েকটি দলের। চলুন জেনে নেয় বিস্তারিত। 

ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখনো টপে আছে ভারত। ভারতের পিসিটি এখন ৬২.৮২ শতাংশ। সিরিজ পরাজয়ে ফাইনালে উঠতে কঠিন পথ পাড়ি দিতে হবে ভারতকে। কিউইদের বিপক্ষে ১ টি টেস্ট সহ অজিদের বিপক্ষে আরো ৫ টি টেস্ট বাকি আছে ভারতের। ফাইনাল নিশ্চিত করতে এই ৬ টি টেস্টের মধ্যে ৪ টি টেস্ট জিততে হবে ভারতকে।

অস্ট্রেলিয়া 

এই মুহূর্তে ভারতের চেয়ে কিছুটা পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের ২ ট অবস্থান করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ম্যাচ বাকি রয়েছে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে। বাকি থাকা ৭ ম্যাচের মধ্যে ৫ টি তে জিতলে তাদের পিসিটি হবে ৬৫.৭৯ শতাংশ, যা কিনা ফাইনালে ওঠার জন্য যথেষ্ট হবে।

শ্রীলঙ্কা 

শেষ ৩ টি টেস্ট জিতে ফাইনালে যাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে শ্রীলঙ্কার সামনে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি থাকা ৪ টি ম্যাচ জিতলে লঙ্কানদের পিসিটি হবে ৬৯.২৩ শতাংশ যা কিনা অতিক্রম করতে পারে একমাত্র ভারত ও অস্ট্রেলিয়া। যদি ৩ টি তে জেতে তাহলে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।

নিউজিল্যান্ড

পয়েন্ট টেবিলের ৪ এ থাকা নিউজিল্যান্ডের পিসিটি এখন ৫০ শতাংশ। ভারতের বিপক্ষে ১ টি ইংল্যান্ডের বিপক্ষে বাকি ৩ টি টেস্টের সব কয়টিতে জিতলে তাদের পিসিটি হবে ৬৪.২৯ শতাংশ। যাতে ফাইনালে যাওয়ার সম্ভবনা তৈরি হবে কিউইদের।

দক্ষিণ আফ্রিকা 

দক্ষিণ আফ্রিকা বর্তমানে ৪৭.৬১ শতাংশ পিসিটি নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। যদি তারা তাদের বাকি পাঁচটি টেস্টের প্রতিটিতে জয়লাভ করে তাহলে তারা ৬৯.৪৪ শতাংশ পিসিটি নিয়ে শেষ করবে। এবং শীর্ষ দুই নিশ্চিত করবে। যদি পাঁচটির মধ্যে চারটি জয় পায় তাহলেও সুযোগ থাকবে।

Details Bottom