Image

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শীর্ষ চারে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শীর্ষ চারে বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শীর্ষ চারে বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শীর্ষ চারে বাংলাদেশ

পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ দিল বড় লাফ। ছয় থেকে নাজমুল হোসেন শান্তর দল উঠে এসেছে চার নম্বরে। বাংলাদেশের উপরে কেবল ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অবস্থান। 

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ পেল ৬ উইকেটের রোমাঞ্চকর জয়। আর তাতেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। পাকিস্তানে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে সুখবর পেল বাংলাদেশ। 

দুই দাপুটে জয়ে আসিসিস টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ৪-এ উঠে এলো বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়া বাংলাদেশ ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে এখন চার নম্বরে। টেবিলে শীর্ষে থাকা ভারতের পয়েন্টের হার ৬৮.৫২। শতকরা ৬২.৫০ পয়েন্ট দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।

পাকিস্তান সিরিজ শুরু হওয়ার আগে অবশ্য টেবিলে ৮ নম্বরে ছিল বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ের পর দুই ধাপ এগিয়ে আসে ছয়ে। এবার সিরিজ জিতে টাইগাররা এগিয়েছে আরও দুই ধাপ। ২০২৫ টেস্টে চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলা বাংলাদেশের সমান ৩টি করে জয়-পরাজয়। বাংলাদেশের নিচে অবস্থান করছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতি চক্র চলে দুই বছর ধরে। পয়েন্টের শতকরা হারে টেবিলের শীর্ষে থাকা দুই দল খেলে ফাইনাল। আগামী বছরের ১১ জুন লর্ডসে শুরু হবে সেই শিরোপা নির্ধারণী ম্যাচ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three