Image

ক্যাচ মিস, আক্ষেপ ঝড়ছে অ্যাডামসের কণ্ঠে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ক্যাচ মিস, আক্ষেপ ঝড়ছে অ্যাডামসের কণ্ঠে

ক্যাচ মিস, আক্ষেপ ঝড়ছে অ্যাডামসের কণ্ঠে

ক্যাচ মিস, আক্ষেপ ঝড়ছে অ্যাডামসের কণ্ঠে

বাংলাদেশের ফিল্ডিংয়ে উন্নতি হয়েছে। এমন কথা যেমন সত্যি। একইসাথে ফিল্ডিংয়ের ফিল্ডিংয়ে খারাপ করার প্রবণতাও দলটির রয়েছে। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস সংবাদ সম্মেলনে সে কথাই যেন বলতে চাইলেন। গ্রাউন্ড ফিল্ডিংয়ে দারুণ করার পরেও, এ দেশের ক্রিকেটাররা মাঝেমধ্যে এমন কিছু করে বসেন, যার মূল্য দিতে হয়ে বড় রকমের।

আজ চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তেমন ঘটনাই ঘটল। দুই লঙ্কান ওপেনার নিশান মাদুশকা ও দিমুথ করুনারত্নে মিলে দলের রান বাড়িয়ে নিয়েছেন। বিনা উইকেটে পার করেছেন৷ প্রথম সেশন। দলটির প্রথম উইকেট পতন হয় দলীয় ৯৬ রানে। 

অথচ ব্যক্তিগত ৯ রানে সুযোগ এসেছিল। ফিরতে পারতেন মাদুশকা। সেই সুযোগ হেলায় হারিয়েছে বাংলাদেশ। করুনারত্নের উইকেটও নিতে পারত স্বাগতিকরা শুরুর দিকেই। তার ক্ষেত্রেও একইরকম ঘটনার জন্ম দিয়েছে বাংলাদেশ। অ্যাঞ্জেলো ম্যাথিউস অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি। তবে তার দিক থেকে আসা সুযোগও লুফে নিতে পারেনি বাংলাদেশ।

আক্ষেপ ঝড়ল অ্যাডামসের কণ্ঠে, “আমরা সকালে সুযোগ তৈরি করেছিলাম কিন্তু তা লুফে নিতে পারিনি। একই ঘটনা প্রথম টেস্টেও হয়েছিল। আমরা শুরুতে ৫ উইকেট তুলে নিলেও পরে ভালো করতে পারিনি। ক্যাচ ফেলে দেওয়াটা আমাদের বেশ ভোগাবে। আমার মনে হয় এখানে অনেকটা প্রথম টেস্টের মতই ঘটনা ঘটছে। আমরা চাপ দিতে পারলেও লম্বা সময় ধরে পারছি না। ফলে আমাদের এখন দুর্দান্ত কিছু করতে হবে। আমাদের আরও লম্বা সময় ধরে দুর্দান্ত হতে হবে।”

বাংলাদেশের ফিল্ডিং দেখে সন্তুষ্ট ছিলেন অ্যাডামস। কিন্তু সন্তুষ্টির সাথেও হতাশার কথাও বললেন। দারুণ ক্যাচ যেমন নিয়েছে দল। একইসাথে কিছু ক্যাচ মিস করার নজিরও রয়েছে, “হ্যাঁ অবশ্যই। ক্রিকেটের যেকোনো খেলায় আপনি যদি ক্যাচ মিস করে থাকেন তাহলে তা আপনাকে ভোগাবে। বাংলাদেশে আসার পর থেকে আমি যা দেখেছি তাদের ফিল্ডিং অসাধারণ ছিল। গ্রাউন্ড ফিল্ডিং দুর্দান্ত, তারা দারুণ ফিট। দারুণ কিছু ক্যাচ আমরা নিয়েছি সেই সাথে আবার কিছু ক্যাচ মিসও করেছি। বিশেষ করে শুরুর দিকে, ফলে এর মূল্য আমাদের চুকাতে হয়েছে।”

অ্যাডামস বললেন কেউ চায় না ক্যাচ ছাড়তে। তবুও এমন হয়ে যায়। আরো বেশি নজর দেওয়া ও কাজ করার প্রতি তাগিদ রইল এই কোচের, “কেউই চায় না ক্যাচ মিস করতে। আমরা এটা নিয়ে কাজ করছি। এখানে আমাদের কাজ করে যেতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন আমরা ক্যাচ আর না ফেলি। সবাই ক্যাচ মিসের ব্যাপারে সতর্ক থাকে। কেউ চায় না ক্যাচ ফেলতে। এটাই আসলে ক্রিকেট।”

Details Bottom