আইপিএলে দল না পাওয়া নিয়ে যা বললেন পৃথ্বী শ
- 1
বাংলাদেশের কাছে টানা ১১ ওয়ানডে হারের পর জিতল ওয়েস্ট ইন্ডিজ
- 2
ইংল্যান্ডের টম ও স্যাম কারেনের ভাই বেন কারেন জায়গা পেলেন জিম্বাবুয়ের স্কোয়াডে
- 3
ইকবাল হোসেন ইমন একাই হলেন ফাইনাল ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়
- 4
দলের প্রয়োজনেই মিরাজ করেছেন স্লো ব্যাটিং
- 5
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তিন টেস্টের সিরিজ হওয়া উচিত?
আইপিএলে দল না পাওয়া নিয়ে যা বললেন পৃথ্বী শ
আইপিএলে দল না পাওয়া নিয়ে যা বললেন পৃথ্বী শ
সৌদি আরবের জেদ্দায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ এর মেগা নিলামে অবিক্রীত ছিলেন পৃথ্বী শ। ৭৫ লাখ ভিত্তিমূল্যের এই ব্যাটারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। টানা ব্যর্থতা এবং ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণেই এই অবস্থা তার। দল না পাওয়ায় ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলড হতে শুরু করেছেন পৃথ্বী শ।
এবার ট্রলড হওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন পৃথ্বী শ। একটি ইউটিউব চ্যানেলে এই ট্রলিং নিয়ে সমালোচকদের উদ্যেশ্য করে পৃথ্বী শ বলেন, "লোকে যদি আমাকে অনুসরণ না করে, তাহলে তারা কীভাবে ট্রোল করবে? তার মানে আমার দিকে তাদের চোখ আছে।"
তিনি আরো বলেন,"প্রথম কথা তো এইসব ট্রলিং দেখে আমি খুব হাসি। আমি এসব দেখতে ভালবাসি। সেটা ভাল হোক কিংবা খারাপ। আমার ব্যাপারে কে কী ভাবছেন, সেটা আমি জানতে চাই।"
তবে কখনো কখনো ট্রল দেখে তার খারাপ লাগে জানিয়ে তিনি বলেন, "ট্রল করা একেবারে ঠিক কাজ নয়। তবে অতটাও খারাপ নয়। আমি প্রত্যেকটা মিম এবং পোস্ট দেখি। কখনও মানসিক আঘাত পাই। কখনও কখনও মনে হয় যে এটা ভুল বলে দিল। এমনটা বলা উচিত হয়নি।"
Prithvi Shaw making some sense, well said! pic.twitter.com/OnbOaQQX69
— Prayag (@theprayagtiwari) November 25, 2024
শ তার জন্মদিনের উদযাপনে তার নাচের একটি ভিডিও নিয়ে একটি সাম্প্রতিক ট্রলিংয়ের ঘটনাও বলেন। সমালোচকরা ক্রিকেটের প্রতি তার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন। তাকে অনুশীলনে অবহেলার অভিযোগ তোলেন।
শ বলেন, "এটি আমার ২৫ তম জন্মদিন ছিল। আমি পরিবার এবং বন্ধুদের সাথে বছরে একটি দিন উপভোগ করছিলাম। আমি ভাবছিলাম আমি কি ভুল করেছি।"