Image

রাজস্থান রয়্যালসের নতুন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রাজস্থান রয়্যালসের নতুন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর

রাজস্থান রয়্যালসের নতুন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর

রাজস্থান রয়্যালসের নতুন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর

রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ দেয়া হয়েছে বিক্রম রাঠোরকে। সম্প্রতি তিনি সাময়িকভাবে কোচিং স্টাফ হিসেবে যোগ দিয়েছিলেন নিউজিল্যান্ড দলের সঙ্গে। যদিও যে কারণে নিউজিল্যান্ড তাকে নিয়োগ দিয়েছিল, ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি বৃষ্টিতে পন্ড হয়েছে।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করবেন বিক্রম রাঠোর। এই দুই কোচই ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। আইপিএলের কারণে আবারো বিক্রম রাঠোর এবং রাহুল দ্রাবিড়ের জুটি দেখা যাবে।

বিক্রম রাঠোরের সঙ্গে কাজ করা প্রসঙ্গে রাহুল দ্রাবিড় বলেন, 'বিক্রমের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি ওর ঠান্ডা মাথা, টেকনিক্যাল দক্ষতা রয়্যালসের কাজে লাগবে। আমরা দু'জনে ভারতীয় দলকে সাফল্য এনে দিয়েছি। আশা করছি রাজস্থানকেও সাফল্য এনে দিতে পারব। তরুণদের সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতা রয়েছে রাঠোরের। রাজস্থানকে শীর্ষে নিয়ে যাওয়াই লক্ষ্য।'

বিক্রম রাঠোর ব্যাটিং কোচ হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, 'রয়্যালস পরিবারের অংশ হতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার। রাহুলের সাথে আবার কাজ করার সুযোগ পেয়ে ভালো লাগছে, তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা এই দলে আছেন।'

২০১৯ এর ওয়ানডে বিশ্বকাপের পরে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন বিক্রম রাঠোর। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পরই শেষ হয় তার চুক্তি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three