Image

নিজেদের বোনাস বন্যার্ত ও আহ'ত ছাত্রদের দিলো বাংলাদেশ দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নিজেদের বোনাস বন্যার্ত ও আহ'ত ছাত্রদের দিলো বাংলাদেশ দল

নিজেদের বোনাস বন্যার্ত ও আহ'ত ছাত্রদের দিলো বাংলাদেশ দল

নিজেদের বোনাস বন্যার্ত ও আহ'ত ছাত্রদের দিলো বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্তদের প্রশংসনীয় উদ্যোগ। পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের কারণে বিসিবি থেকে ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই অর্থের একাংশ বন্যার্ত ও আহত ছাত্রদের জন্য অনুদান হিসাবে দেওয়া হবে।

টেস্ট সিরিজে পাকিস্তানকে বাংলাদেশের ধবলধোলাই। দেশের মাটিতে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। প্রথম টেস্টে ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ পায় ৬ উইকেটের রোমাঞ্চকর জয়। রাওয়ালপিন্ডিতে টানা দুই টেস্টে আধিপত্য বিস্তার করে দাপুটে জয়। 

ক্রিকেটারদের এমন সাফল্যে খুশি হয়ে বিসিবি দিল বড় অংকের অর্থ বোনাস। আজ শনিবার (১৪ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ অধিনায়কের হাতে মোট ৩ কোটি ২০ লাখ টাকার পুরষ্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 

এরপরই ক্রিকেটারদের পক্ষ হতে ঘোষণা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হওয়া ছাত্রদের জন্য অনুদান হিসাবে দেওয়া হবে বিসিবি থেকে পাওয়া ক্রিকেটারদের অর্থ পুরষ্কার। 

এছাড়া ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলা। বানভাসিদেরও পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষেই প্রথম টেস্ট ম্যাচ জয় এবং প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ। 

Details Bottom