Image

৪ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৩৮

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৪ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৩৮

৪ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৩৮

৪ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৩৮

চট্টগ্রাম টেস্টে ৩ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ৫৭৫ রান। গেল দুই দিনে ১৪৪ ওভারের বেশি ফিল্ডিং করা বাংলাদেশ ব্যাট করতে নেমে দেখল চরম বিপর্যয়। শুরুর ওভারেই কাগিসো রাবাদার শিকার সাদমান ইসলাম। তিনে নামা জাকির হাসান করেন ২। মাহমুদুল হাসান জয় আউট হলে ২৯ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের। যে উইকেটে প্রোটিয়ারা করেছে সাবলীল ব্যাটিং, সেখানেই বাংলাদেশের ব্যাটাররা করেছে অসহায় আত্মসমর্পণ। ৪ উইকেট হারানো বাংলাদেশ পিছিয়ে আছে ৫৩৭ রানে। 

চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। স্কোরবোর্ডে ৩০ রান জমা হওয়ার আগেই নেই টপ অর্ডারের ৩ ব্যাটার। ৫৭৫ রানে দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করলে শেষ বিকেলে ব্যাট করতে নেমে বাংলাদেশ যেন দিশেহারা। দিনের খেলা সমাপ্ত হওয়ার আগে ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ৩৮ রান। মুমিনুল হক ৬*, নাজমুল হোসেন শান্ত ৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। 

ওপেনার সাদমান ইসলাম হয়েছেন ডাক। শুরুর ওভারেই উইকেটকিপার কাইল ভেরেইনার গ্লাভসে সাদমানকে ক্যাচ বানান টেস্টের নতুন নাম্বার ওয়ান বোলার কাগিসো রাবাদা। এরপর জাকির হাসানকেও ঠিক একই ভাবে প্যাভিলিয়নের পথ দেখান রাবাদা। তিনে নামা জাকির হাসান ২ রানের বেশি করতে পারেননি। 

দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট শেষে ঢাকা থেকে সিলেট গিয়ে খেলেছেন এনসিএলের ম্যাচ। তবে চার দিনের ম্যাচ শেষ হয়ে যায় আড়াই দিনেই। জাকিরও তাই ম্যাচ শেষ করে জাতীয় দলে যোগ দিতে রওনা হয়ে যান। সেদিনই চট্টগ্রামে উড়ে এসে পরদিন সকালে ফিল্ডিংয়ে নামেন জাতীয় দলের অ্যাসাইনমেন্টে। আজ ব্যাট করতে নেমে ৮ বল খেলতেই উইকেট হারান জাকির। 

থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। ২১ বলে ১০ রানে থাকা জয় শিকার হলেন ড্যান প্যাটারসনের। ২৯ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ তখন নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে পাঠায় হাসান মাহমুদকে। তবে কেশব মহারাজের স্পিন ঘূর্ণি সামলাতে ব্যর্থ হন হাসান। বলের লাইন মিস করে ব্যক্তিগত ৩ রানে বোল্ড হাসান মাহমুদ। দলীয় ৩২ রানে বাংলাদেশ হারায় ৪র্থ উইকেট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three