Image

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে চান সাকিব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে চান সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে চান সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে চান সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ দিয়েই ২০২৪ সালের আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হয় বাংলাদেশ দলের। চলমান এই সিরিজে নেই সাকিব আল হাসান, তিনি আগে থেকেই ছুটিতে। তবে এবার ম্যাচে ফিরতে চান সাকিব, চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে আগ্রহ দেখিয়েছেন বিসিবির কাছে।

লঙ্কানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে টাইগাররা। সম্প্রতি জানা গেছে লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টেই খেলতে চেয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে প্রথম টেস্টে খেলা হয়নি তার। সবকিছু ঠিক থাকলে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্ট দিয়ে আবারও ফিরবেন লাল বলের ক্রিকেটে।

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে এখন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে খেলছে বাংলাদেশ। এই ম্যাচের মাঝেই খবর- শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে চেয়েছেন সাকিব আল হাসান। সম্প্রতি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ডিপিএলে মাঠে নেমেছেন সাকিব। ইতোমধ্যে তিনি লাল বলে অনুশীলনও শুরু করেছেন।

আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। সাকিবের ফেরা স্বস্তি এনে দিতে পারে বাংলাদেশ শিবিরে। গত বছরের এপ্রিলে শেষবার টেস্ট খেলেছিলেন সাকিব। আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ছিলেন অধিনায়কও। নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর এবারই প্রথম মাঠে নামার অপেক্ষায় সাকিব।

Details Bottom
Details ad One
Details Two
Details Three