Image

ভাষার সমস্যায় ভুগছেন বাংলাদেশের পেস বোলিং কোচ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভাষার সমস্যায় ভুগছেন বাংলাদেশের পেস বোলিং কোচ

ভাষার সমস্যায় ভুগছেন বাংলাদেশের পেস বোলিং কোচ

ভাষার সমস্যায় ভুগছেন বাংলাদেশের পেস বোলিং কোচ

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস তাসকিন, শরিফুলদের সাথে কাজ করতে গিয়ে বেশ সমস্যাতেই পরছেন। 'ভাষাগত বাঁধা' নিজেই স্বীকার করেছেন অকপটে। হয় তিনি বুঝতে পারছেন না ক্রিকেটারদের কথা, আবার কখনো-কখনো ক্রিকেটাররা তার কথা বুঝতে পারছেন না। আজ সংবাদ সম্মেলনে এই সমস্যা দেখা দিয়েছে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়েও। একাধিক বার তিনি প্রশ্ন বুঝতে না পেরে দ্বারস্থ হয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবালের। 

সিলেটে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। প্রথম দিনের খেলা শেষে খুব একটা ভালো অবস্থানে নেই স্বাগতিকরা। লঙ্কানদের ২৮০ রানে গুটিয়ে দেওয়া বাংলাদেশ শেষ বিকালে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে হারিয়েছে টপ অর্ডারের তিন ব্যাটারকে। দিনের খেলা শেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের আগমন। পেসারদের জ্বলে ওঠার দিনে আন্দ্রে অ্যাডামসের বেশ স্বস্তিতেই আছেন। তবে নিজের সমস্যার কথাও বললেন, 

'আমার কাজ হচ্ছে তাদের উন্নতি করানো। কঠিন জিনিসটা হচ্ছে সবসময়ই খেলা আছে। আপনাকে খেলার মধ্যেই উন্নতি করতে হচ্ছে। ভাষার প্রতিবন্ধকতা আছে, এটা কাটাতে হবে। আমি যা দেখি আর ছেলেরা যা বোঝে; সবসময় তা একই হবে এমন নয়। নাফিস আমাকে কিছুটা সাহায্য করছে। আমি তাদের ওপর বাড়তি কিছু চাপিয়ে না দেওয়ার ব্যাপারে সতর্ক আছি। তারা এই পর্যায় অবধি এসেছে নির্দিষ্ট কিছু কাজ করে। আমার উদ্দেশ্য হচ্ছে তারা কীভাবে কাজ করে, সেটা বুঝতে পারা। আমার কাজের অংশ হচ্ছে উন্নতি।' 

টাইগার পেসার খালেদ আহমেদ আজ দিনের শুরুতেই ধ্বংসস্তূপ বানিয়ে দেন লঙ্কান ব্যাটিং লাইনকে। তাদের হারানো শুরুর তিন উইকেটের তিনটিই যায় খালেদের দখলে। শিষ্যের এমন পারফর্ম্যান্সে আনন্দে ভাসছেন কোচ অ্যাডামস। নিজের উচ্ছ্বাসের কথা বললেন এভাবে,

'আমি খুব রোমাঞ্চিত। আপনি যখন খালেদের কথা চিন্তা করেন, সাকিব যে ওয়ানডেতে দারুণ বল করে ইনজুরিতে পড়েছে। আমার মনে হয় তাদের মধ্যে শেখার ও ভালো করার আগ্রহ আছে। আমি যা পেয়েছি, তা নিয়ে খুশি।'

Details Bottom