Image

লো-স্কোরিং রোমাঞ্চে বরিশালের বিপক্ষে ১ রানে জিতল খুলনা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লো-স্কোরিং রোমাঞ্চে বরিশালের বিপক্ষে ১ রানে জিতল খুলনা

লো-স্কোরিং রোমাঞ্চে বরিশালের বিপক্ষে ১ রানে জিতল খুলনা

লো-স্কোরিং রোমাঞ্চে বরিশালের বিপক্ষে ১ রানে জিতল খুলনা

এনসিএল টি-টোয়েন্টিতে সকালের আরেক ম্যাচে বরিশালকে হারিয়েছে খুলনা বিভাগ। বরিশালকে টানা দুই হারের স্বাদ দিয়ে জয়ে ফিরল খুলনা। লো-স্কোরিং ম্যাচে শেষ ওভারে গিয়ে খুলনা পেল ১ রানের রোমাঞ্চকর জয়। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারানো খুলনা রান করতে পারে ১৩০। খুলনাকে অল্পতে আটকে দিতে বল হাতে অবদান রাখেন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি। ৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় রাব্বির শিকার ৪ উইকেট। 

খুলনার ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান আসে অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। এছাড়া ওপেনার এনামুল হক বিজয় ১৮ বলে করেছেন ২৪ রান। আরেক ওপেনার অমিত মজুমদার আউট হয়েছেন ৬ রান করতেই। তিনে নামা আজিজুল হাকিম তামিমও ৬ রানের বেশি করতে পারেননি। 

মাঝে মোহাম্মদ মিঠুন ১৯ বলে ১৪, মৃত্যুঞ্জয় চৌধুরি ১৯ বলে ১৩ ও জিয়াউর রহমান ৮ বলে খেলেন ১৭ রানের ক্যামিও। কামরুল ইসলাম রাব্বির পেস তোপে ধুঁকতে থাকা খুলনার ইনিংস থামে ৯ উইকেটে ১৩০ রানে। 

সহজ লক্ষ্য টপকাতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে বরিশাল হারায় ১ রানে থাকা ওপেনার ইফতিখার হোসেন ইফতির উইকেট। ফজলে মাহমুদ রাব্বি আগের ম্যাচে ৭৭ রানের ইনিংস খেললেও আজ ১০ রানের বেশি করতে পারেননি। নাহিদুল ইসলামের বলে লেগ বিফোর হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। 

নাহিদুলের দ্বিতীয় শিকার মইনুল ইসলাম (১)। ৫ রান করা আহরার আমিনকে হারিয়ে চরম বিপাকে পড়ে বরিশাল। স্কোরবোর্ডের অবস্থা তখন ৫৪/৪। এমন বিপর্যয়েও উইকেটের আরেক প্রান্তে দাঁড়িয়ে রান তুলতে থাকেন ওপেনার আব্দুল মজিদ। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক সোহাগ গাজীও। ব্যক্তিগত ৭ রানে গাজীকে ফিরিয়ে পরপর দুই ওভারে ২ উইকেট দখলে নেন পেসার মেহেদী হাসান রানা। 

জয়ের জন্য শেষ ৬ বলে বরিশালের দরকার ছিল ৯ রান। ৩ রান আউটের ওভারে বরিশাল নিতে পারে ৭ রান। উইকেটকিপার নুরুল হাসান সোহানের দৃঢ়তায় তার দল খুলনা ম্যাচ জিতল ১ রানে।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three