বিতর্কের জেরে আইপিএল থেকে বাদ মুস্তাফিজ, কেকেআরকে বিসিসিআইয়ের নির্দেশ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 8 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিতর্কের জেরে আইপিএল থেকে বাদ মুস্তাফিজ, কেকেআরকে বিসিসিআইয়ের নির্দেশ

বিতর্কের জেরে আইপিএল থেকে বাদ মুস্তাফিজ, কেকেআরকে বিসিসিআইয়ের নির্দেশ

বিতর্কের জেরে আইপিএল থেকে বাদ মুস্তাফিজ, কেকেআরকে বিসিসিআইয়ের নির্দেশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে শেষ পর্যন্ত অনিশ্চয়তাই বাস্তব রূপ নিল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়ে যে আলোচনা ও জল্পনা চলছিল, তার পরিসমাপ্তি ঘটেছে আইপিএলের বাইরে থেকেই। সব প্রস্তুতি সত্ত্বেও এবারের আসরে মাঠে নামা হচ্ছে না মোস্তাফিজের।

বাংলাদেশি এই বাঁহাতি পেসারকে নিয়ে সিদ্ধান্তটি এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ মহল থেকে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে স্কোয়াড থেকে মোস্তাফিজকে মুক্তি দিতে। বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিৎ সাইকিয়া বলেন,

"সাম্প্রতিক ঘটনার কারণে, বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে যে তারা তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে মুক্তি দেবে। এছাড়া, যদি তারা কোনো পরিবর্তন বা বদলি কাউকে চায়, বিসিসিআই সেটি অনুমোদন করবে।"

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রা শুরু হয়েছিল ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। অভিষেক আসরেই শিরোপা জয়ের পাশাপাশি তিনি নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে। এরপর নিয়মিতভাবেই আইপিএলে খেলে যাচ্ছেন এই বাঁহাতি পেসার। সানরাইজার্সের পর রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাঠে নেমেছেন তিনি। এবারের নিলামে ৯.২ কোটি রুপিতে দল পেয়ে ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি হিসেবে কলকাতার হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আইপিএলের বাইরে থেকেই গেল তার নাম।