Image

এলপিএল নিলামে দল পেলেন তাসকিন, 'আনসোল্ড' লিটন, মুশফিক, শান্ত, হৃদয়রা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এলপিএল নিলামে দল পেলেন তাসকিন, 'আনসোল্ড' লিটন, মুশফিক, শান্ত, হৃদয়রা

এলপিএল নিলামে দল পেলেন তাসকিন, 'আনসোল্ড' লিটন, মুশফিক, শান্ত, হৃদয়রা

এলপিএল নিলামে দল পেলেন তাসকিন, 'আনসোল্ড' লিটন, মুশফিক, শান্ত, হৃদয়রা

জুলাই মাসের ১ তারিখ থেকে শুরু হবে এলপিএল (লঙ্কা প্রিমিয়ার লিগ) এর ৫ম আসর। তার আগে আজ (২১ মে) হচ্ছে ক্রিকেটারদের নিলাম। সেখানে আছে বাংলাদেশি ক্রিকেটারের নাম। 

তবে উইকেটরক্ষক ক্যাটাগরিতে লিটন দাস ও মুশফিকুর রহিমের প্রতি আগ্রহ দেখায়নি কোন দল। লিটন দাসের ভিত্তি মূল্য ছিল ৩০ হাজার মার্কিন ডলার, মুশফিকুর রহিমের ৫০ হাজার মার্কিন ডলার। এর আগে এলপিএল মাতানো তাওহীদ হৃদয়কে দলে নিতেও কোন দল আগ্রহ দেখায়নি, তাঁর ভিত্তিমূল্য ছিল ৪০ হাজার মার্কিন ডলার। একই ভাগ্য বরণ করতে হয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে, তাঁরও ভিত্তিমূল্য ছিল ৪০ হাজার মার্কিন ডলার। 

তারকা পেসার তাসকিন আহমেদকে অবশ্য পেতে আগ্রহ দেখিয়েছে কলম্বো। তাঁকে ভিত্তিমূল্য ৫০ হাজার মার্কিন ডলারে দলে টানে কলম্বো। তাসকিনের বোলিং পার্টনার শরিফুল ইসলাম দল পাননি, তাঁর ভিত্তি মূল্য ছিল ৩০ হাজার মার্কিন ডলার। 

 

নিলামের আগে প্রি সাইনড ও রিটেইনড ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

কলম্বো-চামিকা করুণারত্নে, থিসারা পেরেরা, সাদিরা সামারাবিক্রমা, নিপুন ধনঞ্জয়া, শাদাব খান, গ্লেন ফিলিপস। 

ডাম্বুলা- দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, দুশান হেমন্ত, প্রবীন জয়াবিক্রমা, মুস্তাফিজুর রহমান, ইব্রাহিম জাদরান। 

গল- ভানুকা রাজাপাকশে, লাসিথ ক্রসপুল, নিরোশান ডিকওয়েলা, মাহিশ থিকশানা, টিম সেইফার্ট, অ্যালেক্স হেলস। 

জাফনা- কুশল মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, বিজয়াকান্ত বিয়াসকান্থ, আজমতউল্লাহ ওমরজাই, নুর আহমেদ। 

ক্যান্ডি- ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দুশমান্থ চামিরা, কামিন্দু মেন্ডিস, আন্দ্রে ফ্লেচার, কাইল মায়ের্স।

Details Bottom
Details ad One
Details Two
Details Three