Image

বাংলাদেশ সিরিজের আগে অ্যাসাইনমেন্ট শুরু করলেন মরকেল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ সিরিজের আগে অ্যাসাইনমেন্ট শুরু করলেন মরকেল

বাংলাদেশ সিরিজের আগে অ্যাসাইনমেন্ট শুরু করলেন মরকেল

বাংলাদেশ সিরিজের আগে অ্যাসাইনমেন্ট শুরু করলেন মরকেল

ভারতের নতুন বোলিং কোচ হিসেবে হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মরনে মরকেল। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে গম্ভীরের সদ্য গঠিত কোচিং স্টাফের অংশ হলেন প্রোটিয়া তারকা মরকেল। বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজ ভারতের বোলিং কোচ হিসেবে মরকেলের প্রথম অ্যাসাইনমেন্ট।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে মরনে মরকেল যোগ দিলেন ভারতীয় দলের সাথে। ২০১৮ সালে আন্তজার্তিক ক্রিকেটকে বিদায় বলা ৩৯ বয়সী মরনে মরকেলের আছে কোচিং করানোর বেশ ভালো অভিজ্ঞতা। আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। 

চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। গতকাল থেকে শুরু হওয়া রোহিত শর্মাদের অনুশীলন ক্যাম্পে দেখা মিলল পেস বোলিং কোচ মরকেলের।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের পেস বোলিং কোচ ছিলেন মরকেল। বিশ্বকাপ ব্যর্থতায় চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়েন মরকেল। গম্ভীর ভারতের হেড কোচের চেয়ারে বসে বোলিং কোচ হিসাবে বিসিসিআইয়ের কাছে প্রোটিয়া সাবেক বোলার মরনে মরকেলের নান সুপারিশ করেন। গম্ভীরের পছন্দ অনুযায়ী মরকেলকে বোলিং কোচ নিয়োগ দেয় বিসিসিআই।  

দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মরকেল। গম্ভীরের সঙ্গে মরকেলের কাজের সম্পর্কটাও দারুণ বলেই শোনা যায়। দুজনে একসঙ্গে আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে কাজ করেছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three