Image

অবশেষে জিতল ওয়েস্ট ইন্ডিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অবশেষে জিতল ওয়েস্ট ইন্ডিজ

অবশেষে জিতল ওয়েস্ট ইন্ডিজ

অবশেষে জিতল ওয়েস্ট ইন্ডিজ

হ্যাটট্রিক হারের পর অবশেষে জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে হারের ব্যবধান কমিয়েছে ক্যারিবিয়ানরা। আগে ব্যাট করে ২১৮ রানের পুঁজি পেয়েছিল ইংলিশরা। ১ ওভার আগে ওই রান টপকে জিতে যায় ক্যারিবিয়ানরা।

সেন্ট লুসিয়ায় টসে হেরে ব্যাটিং নেমে ভালো শুরু পেয়েছিল ইংলিশরা। ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লে তে ১ উইকেট হারিয়ে ৬৩ রান তোলে তারা। ৩৫ বলে ৫৫ রানের ইনিংস খেলো আউট হন ফিল সল্ট। অধিনায়ক জশ বাটলার করেন ২৩ বলে ৩৮।

ইংল্যান্ডের রান ২০০ পেরোনোর নায়ক জ্যাকব বেথেল। ৩২ বলে ৪ চার, ৫ ছক্কায় ৬২ করেন তিনি। এটি দলের হয়ে সর্বোচ্চ রান। ইংল্যান্ডের শেষ ৫ ওভারে বেথেল ও স্যাম কারান মিলে তোলেন ৬৩ রান। নির্ধারিত ওভারে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ২১৮ রান।

২১৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯ ওভারে ১৩৬ রানের ওপেনিং জুটি গড়েন এভিন লুইস ও শাই হোপ। রেহান আহমেদের বলে ৬৮ রানে বিদায় নেন লুইস। পরের বলেই রান আউটের ফাঁদে পড়েন হোপ। ২৪ বলে ৫৪ রানের মারকুটে ইনিংস খেলে আউট হন তিনি। তার পরের বলেই ডাক মেরে ফিরে যান নিকোলাস পুরান।

টানা ৩ বলে ৩ উইকেট হারিয়ে সাময়িক চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তারপর দলকে চাপমুক্ত করেন রোভম্যান পাওয়েল। জন টার্নারের বলে এলবিডব্লুর হয়ে ৩৮ রান করে তিনি ফিরে গেলে বাকি কাজ টা শেষ করেন শেরফেন রাদারফোর্ড। ইংলিশ বোলার মোসলেকে ব্যাক ও ব্যাক ছক্কা হাঁকিয়ে ৬ বল হাতে রেখেই লক্ষ্য তাড়া করে ফেলে রাদারফোর্ড। ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি।

ইংলিশদের হয়ে ৩ টি উইকেট নেন রেহান আহমেদ। ম্যাচ সেরা হন শাই হোপ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three