দ্বিতীয় টেস্টের সেরা ১২ জনে নেই আফ্রিদি, ফিরলেন আবরার
- 1
অবসরের পরেও মাঠে, প্রশ্নের মুখে মুশফিক-রিয়াদ : প্রশ্নবিদ্ধ ক্রিকেট নীতি ও নৈতিকতা
- 2
নেওয়াজকে বিশ্বসেরা বললেন পাক কোচ, কূটনৈতিক জবাব দিলেন ভারতীয় কোচ
- 3
জাকেরের কণ্ঠে আত্মসমালোচনা, আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
- 4
রুটকে ঘিরে হেইডেনের রসিক প্রতিশ্রুতি: সেঞ্চুরি না হলে এমসিজিতে নগ্ন হেঁটে যাবেন!
- 5
ফিল সল্টের ঝড়ো শতকে ইংল্যান্ডের রেকর্ড জয়

দ্বিতীয় টেস্টের সেরা ১২ জনে নেই আফ্রিদি, ফিরলেন আবরার
দ্বিতীয় টেস্টের সেরা ১২ জনে নেই আফ্রিদি, ফিরলেন আবরার
আগামীকাল ৩০ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাচ শুরুর একদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের সেরা ১২ জনের নাম প্রকাশ করেছে। শাহীন শাহ আফ্রিদির জায়গায় ঢুকলেন মীর হামজা। রাখা হয়েছে লেগ-স্পিনার আবরার আহমেদকেও।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য শাহীন শাহ আফ্রিদিকে ১২ সদস্যের দল থেকে বাদ দিয়েছে পাকিস্তান। আগের দিন ১২ সদস্যের দল ঘোষণা করলেও টসের সময় সেরা একাদশ জানা যাবে।
একমাত্র স্বীকৃত স্পিনার আবরার আহমেদের সম্ভাবনা বেশি সেরা একাদশে থাকার। প্রথম টেস্টের মত ৪ পেসার না খেলিয়ে এবার একজন স্পিনার খেলাতে পারে পাকিস্তান।
সন্তান জন্ম হওয়ার খবরে প্রথম টেস্ট শেষে স্কোয়াডের বাইরে যাওয়া শাহীন শাহ আফ্রিদি মঙ্গলবার সন্ধ্যায় আবারও দলে যোগ দেন। তবে সেরা একাদশে তার না থাকার খবর পরদিনই জানিয়ে দেয় পিসিবি।
ম্যাচটি কাল ৩০ আগস্ট শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ পেয়েছে ইতিহাস গড়া ১০ উইকেটের জয়। এবার টাইগারদের সামনে সিরিজ জয়ের সুযোগ।
দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের ১২ সদস্যের দল-
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শাহজাদ, মোহাম্মদ আলি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা ও মীর হামজা।