২০৬ রান করেও ৭ উইকেটে ম্যাচ হারল পাকিস্তান, সঙ্গে সিরিজও
২০৬ রান করেও ৭ উইকেটে ম্যাচ হারল পাকিস্তান, সঙ্গে সিরিজও
২০৬ রান করেও ৭ উইকেটে ম্যাচ হারল পাকিস্তান, সঙ্গে সিরিজও
রেজা হেনড্রিকসের সেঞ্চুরিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সাথে টানা দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে জিতে নিয়েছে প্রোটিয়ারা। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২০৬ রান করেছিল পাকিস্তান। জবাবে ৩ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখেই সেই লক্ষ্য তাড়া করে ফলে প্রোটিয়ারা।
সেঞ্চুরিয়ানে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১১ রান করে ফেরেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৫ বলে ৮৭ রান তোলেন সাইম আইয়ুব ও বাবর আজম। জর্জ লিন্ডের বলে ২০ বলে ৩১ রান করে আউট হন বাবর।
তারপর ডায়ান গালিমের জোড়া আঘাতে পরপর দুই উইকেট হারায় পাকিস্তান। শেষ দিকে সাইম আইয়ুবকে সঙ্গ দেন ইরফান খান ও আব্বাস আফ্রিদি। ইরফান করেন ১৬ বলে ৩০ রান। ৫৭ বলে ৯৮ রানে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে অপরাজিত থাকেন সাইম আইয়ুব। শেষ ওভারে স্ট্রাইকই পাননি সাইম, পেলে হয়ত পেতে পারতেন প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির দেখা।
২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন রায়ান রিকেলটন। দলীয় ২৮ রানে ম্যাথিউ ব্রিটজকেকে শিকার করেন জাহানদাদ খান। তৃতীয় উইকেটে ৮৩ বলে ১৬৩ রানের উড়ন্ত জুটি গড়েন রেজা হেনড্রিকস এবং ভ্যান ডার ডুসেন।
৬৩ বলে ১১৭ রানে রেজাকে ফিরিয়ে জুটি ভাঙেন আব্বাস আফ্রিদি। তবে রেজার সেঞ্চুরিতে ততক্ষণে জয়ের সুবাশ পেতে শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা। রেজা হেনড্রিকসের ইনিংসে ছিলো ৭ টি চার ও ১০ টি ছয়ের মার।
আব্বাস আফ্রিদিকে ড্যান ডার ডুসেন ছক্কা মেরে জয়ের বন্দরে দলকে নোঙর করান। তিনি অপরাজিত থাকেন ৩৮ বলে ৬৬ রান করে। তার ইনিংসে ছিলো ৩ টি চার ও ৫ টি ছয়। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা হন রেজা হেনড্রিকস।