আবারও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম
আবারও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম
আবারও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের আর্মব্যান্ড আবার পরছেন তারকা ক্রিকেটার বাবর আজম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রবিবার ঘোষণা করেছে যে পাকিস্তানের সাদা বলের দুই ফরম্যাটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) অধিনায়ক থাকবেন বাবর।
সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স' এ পিসিবি লেখে, 'বাবর আজমকে সাদা বলের অধিনায়ক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।'
সেখানে আরও লেখা হয় এই সিদ্ধান্ত এসেছে পিসিবির নির্বাচক কমিটি থেকে সর্বসম্মতিক্রমে আসা নির্দেশনা থেকে। এতে একমত পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও।
পিসিবি বাবর আজম ও মহসিন নাকভির সভার এক ভিডিও পোস্ট করেছে।
Babar Azam appointed as white-ball captain
— Pakistan Cricket (@TheRealPCB) March 31, 2024
Following unanimous recommendation from the PCB’s selection committee, Chairman PCB Mohsin Naqvi has appointed Babar Azam as white-ball (ODI and T20I) captain of the Pakistan men's cricket team. pic.twitter.com/ad4KLJYRMK
২০১৯ সালে প্রথমবার বাবর আজমকে টি-টোয়েন্টির অধিনায়ক করে পিসিবি। ২০২০ সালে বাবর দায়িত্ব পান ওয়ানডে ও টেস্টেরও।
গেলবছরের নভেম্বরে সব ফরম্যাটের ক্যাপ্টেন্সি ছেড়ে দেন বাবর। এশিয়া কাপ ও বিশ্বকাপে করুণ পারফরম্যান্সই এর কারণ।
টি-টোয়েন্টিতে শাহীন শাহ আফ্রিদি নেতৃত্বভার পেয়েছিলেন, টেস্টে পেয়েছিলেন শান মাসুদ।
পাকিস্তান গণমাধ্যমের খবর মতে পিসিবি বাবর আজমকে ৩ ফরম্যাটের অধিনায়ক হতে প্রস্তাব দিয়েছিল। তবে সব ফরম্যাটের দায়িত্ব নেবার আগে নিজের কিছু শর্ত জুড়ে দিয়েছেন বাবর।