চূড়ান্ত হয়েছে বিপিএলের ৭ দলের অধিনায়ক
চূড়ান্ত হয়েছে বিপিএলের ৭ দলের অধিনায়ক
চূড়ান্ত হয়েছে বিপিএলের ৭ দলের অধিনায়ক
কাল থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট শুরুর আগের দিন চূড়ান্ত হয়েছে ৭ দলের অধিনায়কের নাম। ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের অধিনায়ক ঠিক ছিল আগেই, আসর শুরুর আগের দিন চূড়ান্ত হল বাকি পাঁচ দলের অধিনায়ক।
২০২৫ বিপিএল দরজায় কড়া নাড়ছে, বাকি কেবল আজকের দিন। আগামীকাল ৩০ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শুরুর ম্যাচে দুপুর বেলায় তামিম-মুশফিকদের প্রতিপক্ষ নতুন দল দুর্বার রাজশাহী।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল প্লেয়ার ড্রাফটের আগেই তামিম ইকবালকে অধিনায়ক ঘোষণা করেছিল। গেল আসরে তামিমের ক্যারিশমাটিক নেতৃত্বেই শিরোপা ঘরে তুলেছিল বরিশাল। একইভাবে নুরুল হাসান সোহানের নেতৃত্বে এবারও বিপিএল মাতাবে রংপুর রাইডার্স। সম্প্রতি তারা জিতে এসেছে গ্লোবাল সুপার লিগ।
এবারের বিপিএলের নতুন দল ঢাকা ক্যাপিটালসের নেতৃত্ব পেয়েছেন শ্রীলঙ্কান তারকা অলরাউন্ডার থিসারা পেরেরা। দুর্বার রাজশাহীর অধিনায়ক হলেন এনামুল হক বিজয়।
মেহেদী হাসান মিরাজের কাঁধে খুলনা টাইগার্সের অধিনায়কত্ব। চট্টগ্রাম কিংস দলের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ মিঠুন। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক করা হয়েছে আরিফুল হককে।
বাকিদের পূর্ব অভিজ্ঞতা থাকলেও মিঠুন ও আরিফুল এবারই প্রথম বিপিএলের অধিনায়কত্ব পেলেন।