শুরুতেই নেই দুই উইকেট, সাদমান দিলেন ফিফটি উপহার
শুরুতেই নেই দুই উইকেট, সাদমান দিলেন ফিফটি উপহার
শুরুতেই নেই দুই উইকেট, সাদমান দিলেন ফিফটি উপহার
অ্যান্টিগা টেস্টে বড় ব্যবধানে হারের পর সিরিজে সমতা ফেরাতে জ্যামাইকার স্যাবাইনা পার্কেও টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আরও একবার ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। মাহমুদুল হাসান জয়ের পর কেমার রোচের শিকার হয়েছেন মুমিনুল হকও। জয় রান পেলেও মুমিনুল ফেরেন খালি হাতে। তবে ৫০ রান করে অপরাজিত আছেন সাদমান ইসলাম।
৩০ ওভারে ২ উইকেটে ৬৯ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। আগের টেস্টে ব্যর্থ হওয়া জাকির হাসান বাদ গেলে তার জায়গায় খেলতে নেমেই সাদমান ইসলামের ফিফটি। শেষ বেলায় সাদমানের সঙ্গী হওয়া শাহাদাত হোসেনের ব্যাট থেকে আসে ১২ রান।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বাগড়া দিয়েছে বিরূপ প্রকৃতি। স্যাবাইনা পার্কের ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে হয়নি টস। তবে টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে শেষ সেশনের ৩০ ওভার খেলার সুযোগ। শুরুর ৭ ওভারের মধ্যেই দুই উইকেট হারায় বাংলাদেশ, স্কোরবোর্ডে রান তখন কেবল ১০। বাংলাদেশের ২ উইকেট নিয়ে ক্যারিবীয়রা এরপর তিনটি ক্যাচ ছেড়েছে। ব্যক্তিগত ১৫ ও ৩৫ রানে জীবন পেয়ে ফিফটি মিস করেননি সাদমান। এরপর বেঁচে যান শাহাদাত হোসেন দিপুও।
কেমার রোচের নতুন বলের চ্যালেঞ্জ সামলাতে ব্যর্থ হয়ে ওপেনার মাহমুদুল হাসান জয় ক্যাচ হন উইকেটকিপারের গ্লাভসে। বারবার পরাস্থ হয়েছেন। তবে বল একবারও ব্যাটের কানা ছুঁয়ে যায়নি। এবার হলো এজ, ব্যক্তিগত ৩ রানে জয় ফিরলে ভাঙে ৮ রানের উদ্বোধনী জুটি।
তিনে নামা অভিজ্ঞ মুমিনুল হকও দলকে স্বস্তি দিতে পারেননি। রোচের ডেলিভারিতে এবারও ক্যাচ ধরেন উইকেটকিপার জশুয়া ডা সিলভা। ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় মুমিনুলকে। পরপর দুই ওভারে কেমার রোচ শিকার করেন বাংলাদেশের দুই উইকেট।
সেশনে এর পর আরও ২৩.২ ওভার খেলা হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ আর উইকেট ফেলতে পারেনি। ৫৯ রানের হার-না-মানা জুটি সাদমান ইসলাম ও শাহাদাত দিপুর ব্যাট থেকে। দু'জনেই বেশ দেখে শুনে দিনের খেলা শেষ করে মাঠ ছাড়েন।