Image

এনসিএল টি-টোয়েন্টিতে বল হাতে সেরা ১০

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 13 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এনসিএল টি-টোয়েন্টিতে বল হাতে সেরা ১০

এনসিএল টি-টোয়েন্টিতে বল হাতে সেরা ১০

এনসিএল টি-টোয়েন্টিতে বল হাতে সেরা ১০

অনেক চড়াই-উতরাই পেরিয়ে আয়োজিত হয়ে গেলো টি-টোয়েন্টি ফরম্যাটে এনসিএল টুর্নামেন্ট। ফাইনাল সহ বেশ কিছু লো স্কোরিং ম্যাচে বিশেষ ভাবে নজর কেড়েছে বোলাররা। এবারের এনসিএলে সেরা ১০ বোলার হলেন যারা..

৯ ম্যাচে ৩৪ ওভার বল করে ১৮৭ রান খরচায় ১৯ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা বোলার রংপুরের আলাউদ্দিন বাবু। এনসিএলে তার সেরা বোলার ফিগার ৯ রানে ৪ উইকেট, ইকোনমি রেট ৫.৫০। দ্বিতীয় অবস্থানে আছেন চট্রগ্রামের আহমেদ শরিফ। ৮ ম্যাচে ২০২ রান খরচায় ১৭ উইকেট নিয়েছেন তিনি। এক ম্যাচে সর্বোচ্চ ৪ উইকেট নেয়ার পাশাপাশি তার ইকোনমি রেট ৭.৭৬।

১০ ম্যাচে ১৫ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর রাকিবুল হাসান আছেন তৃতীয় স্থানে। তার ইকোনমি ৬.৪১। একই দলের আলিস আল ইসলামের ৫.৩২ ইকোনমিতে উইকেট ১৪ টি। ঢাকা মেট্রোর আরেক বোলার ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় আবু হায়দার রনির উইকেট ১৩ টি।

রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ ৮ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। ফাইনালেই নিয়েছেন ৩ উইকেট। তার ইকোনমি রেট ৬.৮০। ৭ এ আছেন চট্রগ্রামের ফাহাদ হোসেন। ৬ ম্যাচে ১৬৩ রান খরচায় ১১ উইকেট নিয়েছেন তিনি। 

দীর্ঘদিন পরে ইনজুরি থেকে ফেরা সিলেটের হয়ে খেলা এবাদত হোসেন ৫ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। এক ম্যাচে সর্বোচ্চ ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তার ইকোনমি ৬.৩৩। একই দলের আরেক পেসার খালেদ আহমেদ ৭ ম্যাচে ১৩৮ রান দিয়ে নিয়েছেন ১০ উইকেট। ১০ এ থাকা ঢাকা মেট্রোর শহিদুল ইসলাম ৮ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। তার ইকোনমি ৭.৯০।

Details Bottom
Details ad One
Details Two
Details Three