সিপিএল থেকেও অবসরে যাচ্ছেন ডোয়াইন ব্রাভো
সিপিএল থেকেও অবসরে যাচ্ছেন ডোয়াইন ব্রাভো
সিপিএল থেকেও অবসরে যাচ্ছেন ডোয়াইন ব্রাভো
২০২৪ মৌসুমের পর সিপিএল (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) থেকে অবসর নেবেন ডোয়াইন ব্রাভো। ৪০ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার ইতিমধ্যে পাঁচটি সিপিএল শিরোপা জিতেছেন, নাইট রাইডার্সের জার্সিতে আরেকটি শিরোপা নিয়ে ক্যারিয়ার শেষ করার আশা করছেন।
ডোয়াইন ব্রাভো বছরের পর বছর ধরে ত্রিনবাগো নাইট রাইডার্সের সাফল্যের অবিচ্ছেদ্য অংশ। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী ডোয়াইন ব্রাভো চলতি মৌসুমের পর সিপিএল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে এবারের আসরে নিজেদের প্রথম লড়াইয়ে নামে ত্রিনবাগো নাইট রাইডার্স। ম্যাচের কয়েক ঘন্টা আগে ব্রাভো জানান তার টি-টোয়েন্টির ভবিষ্যৎ।
ব্রাভো বর্তমানে সিপিএলেও সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। ১০৩টি ম্যাচ খেলে উইকেট দখলে নিয়েছেন মোট ১২৮।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করার পর ২০২৩ সালে ব্রাভো আইপিএল থেকে অবসর নেন। এরপর তিনি চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এবার জানান সিপিএল থেকে অবসর কবে।
ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে তিনটি সহ সব মিলিয়ে পাঁচটি সিপিএল শিরোপা জিতেছেন। চতুর্থ শিরোপা দিয়ে সিপিএল ক্যারিয়ার শেষ করার আশা করছেন ব্রাভো।