Image

'বিশ্বকাপে অনেক রান করবে লিটন দাস'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'বিশ্বকাপে অনেক রান করবে লিটন দাস'

'বিশ্বকাপে অনেক রান করবে লিটন দাস'

'বিশ্বকাপে অনেক রান করবে লিটন দাস'

ওপেনার লিটন দাসের অফ ফর্ম চলছেই। জিম্বাবুয়েকে পেয়েও লিটনের ব্যাট হাসছে না। নির্ভার থাকার জন্যে উইকেটকিপিং ছেড়েছেন, তবুও লিটন যেন চাপমুক্ত হতে পারেননি। অনেকদিন ধরেই নিজের সেরাটায় নেই লিটন, কোনোভাবেই যেন খারাপ ফর্ম থেকে বের হতে পারছেন না। এর মাঝেই এই তারকা ব্যাটারের প্রশংসায় মাতলেন জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস। তার আশা বিশ্বকাপ আসরেই লিটন তার ব্যাট থেকে রানের ফোয়ারা ছুটাবেন।

সাগরিকায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১ রানের বেশি করতে পারেননি লিটন দাস। পরের ম্যাচে ২৩ রানের ইনিংস সাজান ১ ছয় ও ২ চারে, ২৫ বল খেলে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি–টোয়েন্টির হোম সিরিজ শেষে আমেরিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। এরপর টি–টোয়েন্টি বিশ্বকাপ। সাদা বলের এই সংস্করণে লিটন কবে নিজে হাসবেন, দর্শকদের মুখে হাসি ফোটাবেন?

বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস লিটনের ফর্ম নিয়ে কথা বলেছেন, তার নিবেদনের প্রশংসা করেছেন।

'লিটন দাস আমাদেরকে অনেক কিছু দিচ্ছে। সে বিশ্বমানের ক্রিকেটার। অবিশ্বাস্য বিশ্বকাপ থেকে সে মাত্র এক ইনিংস দূরে আছে। কাজেই কোন সন্দেহ নেই লিটন দাস অনেক রান করবে, যেটা সে আগেও করেছে। সে আমাদের দলে অনেক কিছু যোগ করছে। সে ফিল্ডিংয়ে যা দিচ্ছে, সিনিয়র খেলোয়াড় হিসেবে সে যে ভূমিকা রাখছে। আপনারা যা দেখছেন তার থেকে অনেক বেশি সে দলে অবদান রাখছে।'

চলমান জিম্বাবুয়ে সিরিজ নিয়ে পোথাসের মূল্যায়ন, 'আমরা সবসময় উন্নতির চেষ্টা করে যাচ্ছি। এই ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের রিহার্সাল বলা যায়। সুতরাং আমরা সবসময়ই উন্নতির চেষ্টা করছি। আমাদের কেপিআই আছে। ব্যাটসম্যানরা যে অনুযায়ী খেলছে। আমরা সবসময় সে অনুযায়ী উন্নতি মূল্যায়ন করছি।'

Details Bottom