Image

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত, মুখিয়ে আছেন অধিনায়ক শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত, মুখিয়ে আছেন অধিনায়ক শান্ত

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত, মুখিয়ে আছেন অধিনায়ক শান্ত

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত, মুখিয়ে আছেন অধিনায়ক শান্ত

২০২৪-২৫ মৌসুমে ঘরের মাঠে নিজেদের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে তাঁদের ক্রিকেটে ঠাঁসা সূচি হবে বাংলাদেশকে আতিথ্য দিয়ে। 

আগস্টে দুইটি টেস্ট খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডি ও করাচিতে দুইটি টেস্ট খেলবে দুই দল 

২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে ১ম টেস্ট। এরপর দুই দল যাবে করাচিতে, সেখানে ২য় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট। 

পাকিস্তানে ববাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে। এবারের দুই টেস্ট আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ। 

সূচি চূড়ান্ত করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, তিনি বলেন, 'আমরা পিসিবিকে বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাই। এই সিরিজ আমাদের জন্য বড় পরীক্ষা। সাথে এই ফরম্যাটে আমাদের অগ্রগতি প্রদর্শনের সুযোগও।' 

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'দল হিসাবে আমরা পাকিস্তানে গিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে মুখিয়ে আছি। পাকিস্তানে গিয়ে খেলা সবসময় চ্যালেঞ্জিং ও উচ্ছ্বাসের। আমাদের ঘরের মাঠে দারুণ এক দলের বিপক্ষে লড়াই করতে নিজেদের সেরাটা দিতে হবে।' 

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি- 

২১-২৫ আগস্ট- ১ম টেস্ট, রাওয়ালপিন্ডি
৩০ আগস্ট- ৩ সেপ্টেম্বর- ২য় টেস্ট, করাচি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three