Image

অবশেষে এবাদত ফিরলেন মাঠের খেলায়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অবশেষে এবাদত ফিরলেন মাঠের খেলায়

অবশেষে এবাদত ফিরলেন মাঠের খেলায়

অবশেষে এবাদত ফিরলেন মাঠের খেলায়

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে এবাদত হোসেন। বাংলাদেশের এই তারকা পেসার ইনজুরির কারণে মিস করেছেন ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবাদত এবার বল হাতে ফিরলেন মাঠে, সিলেট বিভাগের হয়ে জাতীয় ক্রিকেট লিগে। 

চোট কাটিয়ে লম্বা সময় পর সিলেটের হয়ে এনসিএল দিয়ে বল হাতে মাঠে ফিরলেন পেসার এবাদত হোসেন। হাঁটুর চোটে গত বছরের জুলাই থেকে মাঠের বাইরে এবাদত। জাতীয় ক্রিকেট লিগে সিলেটের জার্সিতে তার প্রত্যাবর্তন। ৩য় রাউন্ড শেষে এনসিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে সিলেট বিভাগ। ৩ ম্যাচে ২ জয়ের পাশাপাশি আছে ১ টি ড্র। 

আজ থেকে শুরু হওয়া কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে খুলনা ডিভিশনের বিপক্ষে চার দিনের ম্যাচে বল হাতে দৌড়াবেন এবাদত হোসেন। টস জিতে অবশ্য আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তার দল।  

আগের দিন রাতে ফেসবুক পোস্টে এবাদত লিখেন, '১৬ মাস পর ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার আমার ক্রিকেট যাত্রা শুরু করছি। আমি আমার পরিবার-বন্ধুদের এবং যারা আমাকে সাহায্য করেছেন এবং আমাকে সমর্থন করেছেন তাদের ধন্যবাদ জানাতে চাই। আমার সকল বিসিবি ফিজিও/প্রশিক্ষক এবং বিসিবি কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ। দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখুন।'

গত বছর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোটে পড়েন এবাদত। পরের মাসে অস্ত্রোপচার করাতে হয় তার হাঁটুতে। এরপর থেকে মাঠের বাইরে। এশিয়া কাপ থেকে শুরু করে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি তো বটেই, বিপিএল, ডিপিএলেও খেলা হয়নি এবাদতের। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three