টি-টোয়েন্টি সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করল ইংল্যান্ড
টি-টোয়েন্টি সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করল ইংল্যান্ড
টি-টোয়েন্টি সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করল ইংল্যান্ড
বৃষ্টিতে ভেসে গেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি। দীর্ঘ সময় অপেক্ষা করেও খেলা চালিয়ে নেওয়া না গেলে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। অবশ্য এতে কোনো প্রভাব সিরিজ নির্ধারণে। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৩ ম্যাচ জিতে আগেই শিরোপা নিশ্চিত করেছিল ইংল্যান্ড। চতুর্থ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের ২১৮ রান টপকে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টি শুরুর আগে ৫ ওভারে ৪৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। এভিন লুইস অপরাজিত থাকেন ২০ বলে ২৯ রানে এবং শাই হোপ অপরাজিত থাকেন ১০ বলে ১৪ রানে। তারপর বৃষ্টির বাঁধায় ম্যাচ চালিয়া যাওয়া সম্ভব হয়নি।
জোফরা আর্চার ২ ওভার বল করে দেন ১৬ রান। জন টার্নারের ২ ওভারকে টার্গেট করে ২২ রান তুলে ফেলে ক্যারিবিয়ান ব্যাটাররা। অন্যদিকে জেমি ওভারটনের ১ ওভার থেকে আসে মাত্র ৫ রান।
৯ টি উইকেট শিকার করে সিরিজ সেরা হয়েছেন ইংলিশ বোলার সাকিব মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজ তাদের পরবর্তী সিরিজ খেলবে বাংলাদেশের বিপক্ষে। সিরিজে থাকবে ২ টি টেস্ট ও ৩ টি ওয়ানডে ও ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ।