Image

সাকিব ফিরলেন চেন্নাইয়ে, প্রতিটি ম্যাচই জিততে চান শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিব ফিরলেন চেন্নাইয়ে, প্রতিটি ম্যাচই জিততে চান শান্ত

সাকিব ফিরলেন চেন্নাইয়ে, প্রতিটি ম্যাচই জিততে চান শান্ত

সাকিব ফিরলেন চেন্নাইয়ে, প্রতিটি ম্যাচই জিততে চান শান্ত

পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর কাল থেকে বাংলাদেশ দলের শুরু হচ্ছে নতুন মিশন। এবার দুই টেস্টে টাইগারদের প্রতিপক্ষে ভারত। চেন্নাইয়ে কাল সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, সাকিব আল হাসানের আপডেট। ভারত কঠিন প্রতিপক্ষ, এটা মানেন শান্ত। তবে সিরিজ জয় নিয়ে জানালেন নিজেদের লক্ষ্যের কথাও। 

পাকিস্তান সিরিজ শেষ ও ভারত সফরের আগের সময়টাতে সাকিব আল হাসান ইংল্যান্ডে গিয়ে খেলেছেন কাউন্টিতে ম্যাচ। সারের জার্সি গায়ে এক ম্যাচে নেমেই সাকিব শিকার করেন মোট ৯ উইকেট। তাই ভারত সিরিজ শুরুর আগে নিঃসন্দেহে বলা যায় বোলিংয়ে সাকিবের প্রস্তুতিটা হয়েছে দারুণ। 

চেন্নাইয়ে কাল থেকে শুরু হতে যাওয়া ভারত-বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট-পূর্ব সংবাদ সম্মেলনে এলেন নাজমুল হোসেন শান্ত। তার কাছেই জানতে চাওয়া সাকিব আল হাসান কবে এলেন ভারতে, অনুশীলন করে কিভাবে তিনি ম্যাচের জন্য প্রস্তত? শান্তর জবাব,

'সাকিব ভাই এসেছেন, দলের সাথে যোগ দিয়েছেন। প্রস্তুতি তো… উনি একটা ম্যাচ খেলে আসলেন। আজকে প্র্যাকটিস করবেন। উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো উইকেট হবে। পেস বা স্পিন এটা নিয়ে কথা বলতে চাই না। কাল যত তাড়াতাড়ি সম্ভব উইকেট মানিয়ে নেওয়ার চেষ্টা করব। স্পিন-পেস দুই দিক থেকেই দল ভারসাম্যপূর্ণ। তাই চিন্তা কারণ হবে না।'  

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ দল প্রথম টেস্টের ভেন্যু ভারতের চেন্নাইয়ে এসে পৌঁছায়। টেস্ট সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। আজ তৃতীয় দিনের মতো নাজমুল হোসেন শান্তর দল অনুশীলন করেছে চিপকে। 

টেস্ট ফরম্যাটে বাংলাদেশের জন্য ভারত কঠিন প্রতিপক্ষ, এমনটা নিজেও বিশ্বাস করেন বাংলাদেশ অধিনায়ক। তবে রোহিত-কোহলিদের হারানোর সামর্থ্যও টাইগারদের আছে। ম্যাচ জয়ের জন্য চেষ্টার সবকিছুই করতে দেখাতে চান, 

'কঠিন প্রতিপক্ষ, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের শক্তিমত্তা নিয়ে ভাবা জরুরী। আমি বিশ্বাস করি, এখানে ভালো ক্রিকেট খেলার সামর্থ্য এই দলের আছে। পাঁচ দিনের ম্যাচ, পাঁচটা দিনই কীভাবে ভালো খেলা যায়। লক্ষ্য একটাই- প্রতিটি ম্যাচই জিতব। প্রতিটি আন্তর্জাতিক দল জেতার জন্য খেলে। আমরাও জেতার জন্য খেলব, আর এজন্য যা করা প্রয়োজন করব। পঞ্চম দিনের শেষ সেশনে গিয়ে ফলাফল নিয়ে চিন্তা, এর আগপর্যন্ত আমরা চেষ্টা করব শক্তি অনুযায়ী খেলার।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three