খালেদের ৪ উইকেটে ৮ রানে জিতল রংপুর রাইডার্স

খালেদের ৪ উইকেটে ৮ রানে জিতল রংপুর রাইডার্স
খালেদের ৪ উইকেটে ৮ রানে জিতল রংপুর রাইডার্স
রোমাঞ্চে ঠাসা ম্যাচে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগে শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। বল হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ, যিনি একাই তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। তার দুর্দান্ত স্পেলেই আটকে যায় গায়ানার জয়ের স্বপ্ন।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রংপুর। শুরুটা ছিল সতর্ক, তবে পরে তা গতি পায়। ইনিংসের শেষভাগে ঝড় তোলেন কাইল মায়ার্স ও ইফতিখার আহমেদ। মায়ার্স ৩১ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন, আর ইফতিখার ২১ বলে করেন ৩৪ রান। এছাড়া সৌম্য সরকার ৩৫ ও সাইফ হাসান ২৪ রানের ইনিংস খেলেন। শেষ দিকে নুরুল হাসান ১০ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলের স্কোর দাঁড় করান ১৬২/৫ এ।
১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গায়ানার শুরুটা ছিল দৃষ্টিনন্দন। যদিও প্রথম ওভারেই আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাই ফিরিয়ে দেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে। কিন্তু এরপর জনসন চার্লস ও মঈন আলী মিলে দলকে এনে দেন জয়ের স্বপ্ন। চার্লস করেন ৪০, মঈন ২৭। ৫ ওভারে ৪৮ রানের জুটি গড়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন তারা।
কিন্তু এরপরই রংপুরকে খেলায় ফেরান খালেদ আহমেদ। অভিজ্ঞ এই পেসার মাঝের ওভারে ভয়ঙ্কর হয়ে উঠেন। ১৫তম ওভারে ফেরান শিমরন হেটমায়ারকে, ১৭তম ওভারে ফেরান শারফেন রাদারফোর্ডকে। এরপরে ১৯তম ওভারে টানা দুই বলে ফেরান ডোয়াইন প্রিটোরিয়াস ও শামার স্প্রিংগারকে। তার দুর্দান্ত বোলিং ফিগার ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট।
শেষ উইকেটটি তুলে নেন আবারও আজমতউল্লাহ ওমরজাই। ২০তম ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরান ডেভিড উইসেকে। ফলে ১৯.১ ওভারে গায়ানার ইনিংস থামে ১৫৪ রানে।
রংপুরের হয়ে ওমরজাই ৪ ওভারে মাত্র ১৩ রানে ২ উইকেট নেন, আর স্পিনার তাবরাইজ শামসি ২ উইকেট পান ২৪ রানে।