একা হাতে দুবাই ক্যাপিটালসকে জেতালেন সাকিব

একা হাতে দুবাই ক্যাপিটালসকে জেতালেন সাকিব
একা হাতে দুবাই ক্যাপিটালসকে জেতালেন সাকিব
গ্লোবাল সুপার লিগে ব্যাট, বল হাতে অলরাউন্ডিং পারফরম্যান্স করে দুবাই ক্যাপিটালসকে জিতিয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে করেছেন অপরাজিত ৫৮ রান অন্যদিকে বল হাতে শিকার করেছেন প্রতিপক্ষের ৪ উইকেট।
দুবাই ক্যাপিটালসের হয়ে ৫ নাম্বারে ব্যাটিংয়ে নেমে শুরুটা দেখেশুনে করলেও পরবর্তীতে দলের প্রয়োজন ব্যাট চালিয়েছেন সাকিব। একের পর এক সতীর্থরা আউট হলেও শেষ পর্যন্ত ক্রিজে থেকে ইনিংস শেষ করেছেন তিনি। ৩৭ বলে ১৫৬.৭৬ স্ট্রাইকরেটে করেছেন ৫৮ রান। তার ইনিংস সাজানো ছিলো ৭ টি চার ও ১ টি ছক্কায়।
অন্যদিকে শুধু ব্যাট হাতে নয় বল হাতেও প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়েছেন সাকিব। সেন্ট্রাল স্টেজের ৪ ব্যাটারকে করেছেন আউট। নিজের করা প্রথম ওভারেই পান ২ টি উইকেটের দেখা। করেন একটি মেডেন ওভার। ৪ ওভারে মাত্র ১৩ রান খরচা করে ৩.২৫ ইকোনমিতে বোলিং করে শিকার করেন ৪ উইকেট। ব্যাট বলে অলরাউন্ডিং পারফরম্যান্স করে হন ম্যাচ সেরা।
উল্লেখ্য প্রথমে ব্যাট করে সাকিবের দল দুবাই ক্যাপিটালস সংগ্রহ করে ৭ উইকেটে ২৬৫ রান। জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ এ থামে সেন্ট্রাল স্টেজের ইনিংস। ফলে দুবাই জয় পায় ২২ রানে।