Image

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের রেকর্ড ৫৮৬ রান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 16 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের রেকর্ড ৫৮৬ রান

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের রেকর্ড ৫৮৬ রান

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের রেকর্ড ৫৮৬ রান

৩ সেঞ্চুরিতে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৮৬ রান। সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট ও শন উইলিয়াম।

বুলাওয়েতে প্রথম টেস্টে  টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্রেইগ আরভিন। দলীয় ৪৩ রানে ব্যাক্তিগত ৯ রানে শুরুতেই ফেরেন জয়লর্ড গাম্বি। আল্লাহ মোহাম্মদ গাজানফারের বলে ৬৮ রানে আউট হন স্যাম কুরানের ভাই বেন কুরান।

৭৮ রানের তৃতীয় উইকেট জুটি ভেঙে আউট হন কাইতানো। দলীয় ২২০ রানে চতুর্থ উইকেট ডিওন মায়ার্সকে হারায় জিম্বাবুয়ে। পঞ্চম উইকেটে ১৬৩ রান তোলেন শন উইলিয়াম ও এরভিন। সেঞ্চুরি পূর্ন  করে নাভিন জাদরানের বলে ১৫৪ রানে ফেরেন শন। তার ইনিংসে ছিলো ১০ টি চার ও ৩ টি ছয়ের মার।

সেঞ্চুরি পূর্ণ করেন এরভিনও। জিয়াউর রেহমানের বলে ক্যাচ দেয়ার আগে করে যান ১০৪ রান। তারপর আরেক ব্যাটার ব্রিয়ান বেনেট ১২৪ বলে ১১০ রান করে থাকেন অপরাজিত। আর এতেই  টেস্টের দ্বিতীয় দিনে সব উইকেট হারিয়ে ৫৮৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। 

আফগান বোলারদের মধ্যে এএম গাজানফার ৩টি উইকেট শিকার করেন। জহির খান, জিয়া ও নাভিদ জাদরান ২টি করে উইকেট নেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three