মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মানসূচক সদস্যপদ পেলেন শচীন টেন্ডুলকার
মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মানসূচক সদস্যপদ পেলেন শচীন টেন্ডুলকার
মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মানসূচক সদস্যপদ পেলেন শচীন টেন্ডুলকার
মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) নিশ্চিত করেছে শচীন টেন্ডুলকার 'অনারারি ক্রিকেট মেম্বারশিপ' গ্রহণ করেছেন। ভারতের জার্সি গায়ে মোট ২০০ টেস্ট, ৪৬৩টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা শচীন এবার পেলেন অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাচীনতম স্পোর্টস ক্লাবের সম্মাননা।
১৮৩৮ সালে প্রতিষ্ঠিত মেলবোর্ন ক্রিকেট ক্লাব অস্ট্রেলিয়ার প্রাচীনতম স্পোর্টস ক্লাব। এবার এই ক্লাবের 'সাম্মানিক সদস্য' হলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এমসিসির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শচীনের ছবি শেয়ার করে লেখা হয়েছে, 'একজন আইকনকে সম্মানিত করা হয়েছে'।
'এমসিসি আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক শচীন টেন্ডুলকার ক্রিকেটে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক সদস্যপদ গ্রহণ করেছেন।'
এর আগে ২০১২ সালে ভারতীয় কিংবদন্তীতুল্য ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’য় ভূষিত করার ঘোষণা দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। ‘মেম্বার অব অর্ডার অব অস্ট্রেলিয়া’ তে (এএম) ভূষিত হওয়া শচীন এবার পেলেন মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মানসূচক সদস্যপদ।
কিংবদন্তি টেন্ডুলকার এমসিজিতে সর্বাধিক রানের রেকর্ডের অধিকারী। পাঁচ টেস্টে ৪৪.৯০ গড়ে মোট ৪৪৯ রান করেছেন। একটি শতরানের ইনিংসের সাথে তার নামের পাশে আছে তিনটি অর্ধশতক।