রেকর্ড ৩৪ সেঞ্চুরি নিয়ে লারা, মাহেলার পাশে স্টিভ স্মিথ
রেকর্ড ৩৪ সেঞ্চুরি নিয়ে লারা, মাহেলার পাশে স্টিভ স্মিথ
রেকর্ড ৩৪ সেঞ্চুরি নিয়ে লারা, মাহেলার পাশে স্টিভ স্মিথ
মেলবোর্নে স্টিভ স্মিথ করেছেন ১৪০ রান। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছে ৪৭৪। ডানহাতি স্মিথের এই সেঞ্চুরিটি তার ক্যারিয়ারের ৩৪তম। সর্বাধিক টেস্ট সেঞ্চুরির লিস্টে দাপট দেখিয়ে সেরা দশে ঢুকলেন। আর কেবল একটি শতক পেলেই ছাড়িয়ে যাবেন ব্রায়ান লারা, মাহেলা জয়াবর্ধনে, সুনীল গাভাস্কার, ইউনুস খানকে।
ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে স্টিভ স্মিথ পেয়েছেন রেকর্ড সেঞ্চুরির দেখা। ১৯৭ বলে ১৪০ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন। দাপুটে এই ইনিংস সাজাতে মোট ১৩টি চার ও ৩টি ছক্কা মারেন। ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি ১১ সেঞ্চুরির মালিক এখন স্মিথ। আর মেলবোর্নের মাঠে পঞ্চম।
টেস্ট ক্যারিয়ারে এটি স্মিথের ৩৪ নম্বর শতক। ১১৩ টেস্টের ২০১ ইনিংসে ব্যাট করে ৩৪টি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন স্মিথ। স্মিথের চেয়ে মাত্র একজন অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের বেশি টেস্ট সেঞ্চুরি রয়েছে, প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং (৪১)। স্মিথের চেয়ে মাত্র সাত সেঞ্চুরি এগিয়ে আছেন পন্টিং।
স্মিথ সর্বাধিক টেস্ট সেঞ্চুরির তালিকায় যৌথভাবে সপ্তম স্থানে। বর্তমান খেলোয়াড়দের মধ্যে স্মিথের উপরে কেবল জো রুট (৩৬)।
সর্বাধিক টেস্ট সেঞ্চুরি-
শচীন টেন্ডুলকার (ভারত) ৫১
জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) ৪৫
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ৪১
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ৩৮
জো রুট (ইংল্যান্ড) ৩৬
রাহুল দ্রাবিড় (ভারত) ৩৬
ইউনুস খান (পাকিস্তান) ৩৪
সুনীল গাভাস্কার (ভারত) ৩৪
ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) ৩৪
মাহেলা জয়াবর্ধন (শ্রীলঙ্কা) ৩৪
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) ৩৪