Image

বাংলাদেশকে তিনশোর বেশি টার্গেট দিতে চায় শ্রীলঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশকে তিনশোর বেশি টার্গেট দিতে চায় শ্রীলঙ্কা

বাংলাদেশকে তিনশোর বেশি টার্গেট দিতে চায় শ্রীলঙ্কা

বাংলাদেশকে তিনশোর বেশি টার্গেট দিতে চায় শ্রীলঙ্কা

প্রথম দিনে ৩ উইকেট হারানো বাংলাদেশ দলকে আজ অল্পতেই আটকে দেয় শ্রীলঙ্কা। মাত্র ১৮৮ রানে অলআউট করার কৃতিত্ব লঙ্কান পেসারদের উপর আসে। বাংলাদেশের সব উইকেটই প্রতিপক্ষ পেসাররা'ই সংগ্রহ করেন। শ্রীলঙ্কার ফাস্ট বোলিং কোচ দর্শনা গ্যামেজ খুশি শিষ্যদের ভালো পারফরম্যান্সে।

দর্শনা মনে করছেন ৩০০+ রান লক্ষ্যমাত্রা হিসেবে দিতে পারলে বাংলাদেশকে আটকানো যাবে। ইতোমধ্যে এগিয়ে থাকা শ্রীলঙ্কা ২১১ রানের লিড নিয়েছে। দলটির পক্ষে প্রথম ইনিংসে পেসারদের কল্যাণে বাংলাদেশ উইকেট হারিয়েছে মুহুর্মুহ।

লঙ্কান ফাস্ট বোলিং কোচ বলেন, “হ্যাঁ তারা দারুণ বোলিং করেছে। পুরো ১০ উইকেটই তারা নিয়েছে। পিচে কিছুটা অসম বাউন্স ছিল। তারা বেসিক অনুযায়ী বোলিং করে গেছে এবং সাফল্য পেয়েছে।”

লাহিরু কুমারার প্রসঙ্গ আসে দ্বিতীয় দিনের সংবাদ সম্মেলনে। কুমারার ঝুলিতে ঢুকেছে ৩ টি উইকেট। বাকি উইকেটের মধ্যে বিশ্ব ফার্নান্দো ৪ টি, কাসুন রাজিথা ৩ টি উইকেট শিকার করেছেন। কুমারার কথা বলতে গিয়ে দর্শনা জানান, “গত কয়েক বছরে সে বেশ কিছু চোটের সাথে লড়াই করে এখানে এসেছে। গত কয়েক মাসে তার সাথে আমরা কাজ করেছি তার ওয়ার্কলোড নিয়ে। টেস্ট ক্রিকেট খেলানোর জন্য। তাকে কিছু লম্বা স্পেল করানো হয়েছে টেস্ট ক্রিকেটের সাথে অভ্যস্ত করার জন্য। বর্তমানে সে দারুণ অবস্থায় আছে।”

আজ দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১১৯ রানে অবস্থান করছে শ্রীলঙ্কা। তবে প্রথম ইনিংসের রান ঝুলিতে থাকায় লিড বেড়েছে লঙ্কানদের। যা দাঁড়িয়েছে ২১১ রানে। বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা সামনে যেটা আসবে, তা লঙ্কান পেসারদের এই ছন্দে থাকা অবস্থায় মোকাবিলা করা যে কিছুটা কঠিন বলে, বলাই যায়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three