Image

আইসিসি প্যানেলভুক্ত প্রথম পাকিস্তানি নারী আম্পায়ার হলেন সালিমা ইমতিয়াজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসি প্যানেলভুক্ত প্রথম পাকিস্তানি নারী আম্পায়ার হলেন সালিমা ইমতিয়াজ

আইসিসি প্যানেলভুক্ত প্রথম পাকিস্তানি নারী আম্পায়ার হলেন সালিমা ইমতিয়াজ

আইসিসি প্যানেলভুক্ত প্রথম পাকিস্তানি নারী আম্পায়ার হলেন সালিমা ইমতিয়াজ

আইসিসি প্যানেলভুক্ত প্রথম পাকিস্তানি নারী আম্পায়ার হলেন সালিমা ইমতিয়াজ। রবিবার বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালিমা ইমতিয়াজের পাকিস্তানের নারী ক্রিকেটার কায়নাত ইমতিয়াজের মা।

আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার ডেভলপমেন্ট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে নারীদের দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্টে ম্যাচ পরিচালনার যোগ্যতা অর্জন করলেন সালিমা ইমতিয়াজ। 

পাকিস্তানের ইতিহাসের অংশ হয়ে উৎফুল্ল সালিমা। এটাকে শুধু নিজের জয় হিসাবে না দেখছেন না তিনি, তার মতে এটা প্রত্যেকটা নারীর জয়। সালিমা বলেন, ‘এটা শুধু আমার জয়ই নয়, প্রত্যেকটা নারীর জয়, যারা আম্পায়ার হতে চায়। আশা করব এই অর্জন অসংখ্যা নারীকে খেলাধুলায় ঝুঁকতে প্রেরণা যোগাবে।’

সালিমা ইমতিয়াজের এই যাত্রার পথটা ছিলো কঠিন। নিজেকে যোগ্য মনে করেন বলেই তা পারি দেয়া সম্ভব হয়েছে। তিনি বলেন, 'আসলে আমার এই যাত্রাটা কঠোর পরিশ্রম ও ব্যাক্তিগত নানা স্যাক্রিফাইসের। তবে এখন নতুন একটি অধ্যায়ে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি এটার যোগ্য।'

এখন পর্যন্ত ১৬টি ম্যাচে আম্পায়ার ও ৬টি ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন সালিমা ইমতিয়াজ। তাছাড়া ২০২২ সালে সিলেটে ভারত ও শ্রীলঙ্কা নারী দলের এশিয়া কাপের ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three