Image

মিরপুরে টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানালেন শন উইলিয়ামস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মিরপুরে টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানালেন শন উইলিয়ামস

মিরপুরে টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানালেন শন উইলিয়ামস

মিরপুরে টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানালেন শন উইলিয়ামস

জিম্বাবুয়ের অলরাউন্ডার শন উইলিয়ামসের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুরাতন। ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ), বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) খেলা শন উইলিয়ামস নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সমাপ্তি টানলেন বাংলাদেশেই। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (১২ মে) বাংলাদেশের বিপক্ষে ৫ম টি-টোয়েন্টিতে খেলা শন উইলিয়ামসের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ। 

নিজের শেষ ম্যাচে ১ ওভার হাত ঘুরিয়ে ১২ রান হজম করা উইলিয়ামস ব্যাট করার সুযোগ পাননি। ব্রায়ান বেনেট, সিকান্দার রাজার ব্যাটে চড়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে দল। 

ম্যাচ শেষে গণমাধ্যমকে শন উইলিয়ামস বলেন, 'সম্ভবত এটিই ছিল এই ফরম্যাটে আমার শেষ ম্যাচ। আমি অবসর নিব।' 

সংক্ষিপ্ততম ফরম্যাটকে বিদায় বললেও বাকি দুই ফরম্যাটে খেলে যাবেন তিনি। 

জিম্বাবুয়ের পক্ষে ৮১ টি-টোয়েন্টি খেলেছেন শন উইলিয়ামস। ২৩.৪৮ গড়ে রান করেছেন ১৬৯১, ২৮.৬২ গড়ে উইকেট নিয়েছেন ৪৮ টি।  

Details Bottom