
আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) এবং ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) মধ্যকার ‘তিন মোড়ল নীতি’ নিয়ে চলতে থাকা দ্বন্দ্বটা মোড় নিয়েছে চরম মাত্রায়। লভ্যাংশ বন্টনের নতুন নিয়ম অনুযায়ী আইসিসি ভারতকে ১০০ মিলিয়ন অতিরিক্ত ডলারের প্রস্তাব দিলে তা ফিরিয়ে দেয় ভারতীয় বোর্ড। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার শেষ দিন হলেও ভারতীয় বোর্ড ঘোষণা করেনি দল। তবে কি চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জন করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া!
‘তিন মোড়ল নীতি’তে ২০১৪ সাল থেকে আইসিসি থেকে বড় অঙ্কের লভ্যাংশ পেতো ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু বিতর্কিত এই নীতি থেকে সরে আসতে ভারতীয় বোর্ডের প্রতি আহ্বান জানান আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর। কিন্তু বিসিসিআইয়ের তরফ থেকে অনুরোধ করা হয় জুন মাস পর্যন্ত ঐ নীতি চালু রাখতে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, ‘এটাকে তো আমরা প্রস্তাব হিসেবেই নিচ্ছিনা। নতুন নিয়মে শশাঙ্ক মনোহর আমাদের অতিরিক্ত ১০০ মিলিয়ন মার্কিন ডলারের দেয়ার প্রস্তাব করেছিল। কিন্তু ভারতীয় বোর্ড সেটি সাথে সাথেই প্রত্যাখ্যান করেছে। এমনকি আইসিসি থেকে আমাদের সময়ও বেঁধে দেয়া হয়েছিল।’
নতুন নিয়মে বেশ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ভারতীয় ক্রিকেট এমন মন্ত্যব্য করে ঐ কর্মকর্তা আরও জানান, ‘আগের নিয়মে ভারত যদি ৫০০ রুপি পেতো অন্যরা পেতো ১০০রুপি। এখন সেটা ৩০০ আর ২০০ রুপিতে গিয়ে দাঁড়াচ্ছে। আগের নিয়মেই অন্যদের অর্থ বৃদ্ধির চেষ্টা আমরা করবো, আমরা বলেছি। তারপরও মনোহরের এমন প্রস্তাব মেনে নেয়া যায়না। আর প্রস্তাব করার তিনি কে? সব সদস্য দেশ মিলে প্রস্তাব করবে।’
লভ্যাংশ আর পাকিস্তান ইস্যুতে ভারতীয় বোর্ড আইসিসিকে বারবার ইঙ্গিত দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জনের। এবং শেষ দিনেও ঘোষিত হয়নি ভারতীয় স্কোয়াড। তবে ঐ বোর্ড কর্মকর্তা বলছেন, ‘দল তো তৈরী হয়েই আছে, শুধু আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। আচ্ছা, যদি ৫ই মে দল ঘোষণা করি তবে কি আইসিসি আমাদের টুর্নামেন্ট থেকে বের করে দেবে?’
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮ এবং ৩০মে মাঠে নামার কথা রয়েছে বর্তমান শিরোপাধারীদের। কিন্তু এমন বৈরী এক খবরে দুঃচিন্তা ছড়াচ্ছে সেখানেও।