ভারতে ফিরে যাচ্ছেন শুবমান ও আবেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ভারতে ফিরে যাচ্ছেন শুবমান ও আবেশ

ভারতে ফিরে যাচ্ছেন শুবমান ও আবেশ

ভারতে ফিরে যাচ্ছেন শুবমান ও আবেশ

ওয়ানডে বিশ্বকাপ মাতানো শুবমান গিল ভারতের স্কোয়াডে জায়গা পাননি টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবুও দলের সাথে তাকে রাখা হয়েছিলো রিজার্ভ খেলোয়াড় হিসাবে। তবে ইতোমধ্যেই ভারত সুপার এইটে কোয়ালিফাই করায় রিজার্ভ খেলোয়াড় হিসাবে প্রয়োজন পড়ছে না শুবমান গিলের। তাই দেশে ফিরে আসছেন শুবমান গিল এবং আবেশ খান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াডের ১৫ জন ক্রিকেটার ছাড়াও রিজার্ভ হিসাবে ৪ জনকে দলের সাথে রেখেছিলো ভারত। সেই চার জন হলো শুবমান গিল, আবেশ খান, রিংকু সিং ও খলিল আহমেদ। শুবমান গিল ও আবেশ খানের দেশে ফেরার কথা থাকলেও দলের সঙ্গে থাকবেন রিংকু সিং ও খলিল আহমেদ।

১৫ জুন ফ্লোরিডায় কানাডার বিরুদ্ধে খেলবে ভারত। এই ম্যাচের পরেই টিম ইন্ডিয়ার রিজার্ভ দলে থাকা দুই ক্রিকেটার দেশে ফিরে আসবেন। জানা যায়, কানাডার বিরুদ্ধে ম্যাচ শেষে ভারতে ফিরবেন শুবমান গিল ও আবেশ খান। 

ভারত ক্রিকেট দলে এই মুহুর্তে ওপেনিং ব্যাটার রয়েছেন রোহিত শর্মা ও ভিরাট কোহলি। তৃতীয় ওপেনার হিসেবে ১৫ সদস্যের স্কোয়াডে যশস্বী জয়সওয়াল রয়েছেন। তিনি এখনও সুযোগ পাননি। তিনি থাকার কারণে সুপার এইটে চতুর্থ ওপেনার হিসাবে শুবমান গিলের প্রয়োজনীয়তা থাকছেনা। অন্যদিকে রিংকু সিং এর ব্যাটিং কিংবা খলিল আহমেদকে বাঁ হাতি পেসার হিসেবে প্রয়োজনে কাজে লাগতে পারে। তাই তারা থেকে যাচ্ছেন দলের সঙ্গেই।

বিশ্বকাপে ৩ ম্যাচে জিতে গ্রুপ 'এ' থেকে এরিমধ্য সুপার এইটে পৌছে গেছে ভারত। আমেরিকায় কানাডার বিপক্ষে ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজে সুপার এইটে যাবে টিম ইন্ডিয়া। যেখানে তিনটি ম্যাচ খেলবে তারা। এরপর সেমিফাইনাল ও পরে ফাইনালও খেলা হতে পারে দলটির।