Image

'কেন পারছি না, সেটা বলা মুশকিল'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'কেন পারছি না, সেটা বলা মুশকিল'

'কেন পারছি না, সেটা বলা মুশকিল'

'কেন পারছি না, সেটা বলা মুশকিল'

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ৩ টি ম্যাচ জিতে সুপার এইটে পা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দলটির প্রাথমিক লক্ষ্য ছিলো গ্রুপ পর্ব উতরে সুপার এইটে ওঠা। সেই লক্ষ্য জয় করে আত্নবিশ্বাস নিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে যোগ দিয়েছে টাইগাররা।

অস্ট্রেলিয়া বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে বলেছিলেন, সুপার এইটের ম্যাচ জেতা বাংলাদেশের জন্য বোনাস। অর্থ্যাৎ জিতলে ভালো, না জিতলে বিশেষ সমস্যা নেই। প্রধান কোচের এমন কথাই চাপমুক্ত করেছে ক্রিকেটারদের। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার আগে ব্যাটারদের ওপর চাপ না থাকা সত্ত্বেও বড় ইনিংস খেলতে পারছেন না তারা। এর কারণ কি?

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে প্রশ্নটা করা হলে তিনি জানান, এর উত্তর তাঁর জানা নেই, শান্ত বলে, ‘কেন পারছি না, সেটা বলা মুশফিক। আমার কাছে মনে হয়, দলের সবার বড় ইনিংস খেলার সামর্থ্য আছে। অতীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় করেও দেখিয়েছে। কিন্তু বিশ্বকাপে কেন হচ্ছে না, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। সবাইকে তার স্বাভাবিক খেলাটা খেলার স্বাধীনতাও দেওয়া হয়েছে। কিন্তু কোনোভাবেই হচ্ছে না।’

সুপার এইটে হারের পর এখন ই শেষ হয়ে যাচ্ছে না টাইগারদের সেমিফাইনাল খেলার স্বপ্ন। পরবর্তী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তানের। এই দুটো ম্যাচ জিততে পারলে সাকিব-শান্তদের বেঁচে থাকবে সেমিফাইনালের আশা।

পরবর্তী দুটো ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, 'দুটো ম্যাচ অবশ্যই ইম্পরট্যান্ট, অনেক কিছু পাওয়ার আছে। জিততে পারলে আরও ভালো অবস্থানে যেতে পারব। প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলব।'

Details Bottom