পাকিস্তানের বিশ্বকাপ দল বেছে নিলেন ওয়াকার ইউনুস
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 5
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
পাকিস্তানের বিশ্বকাপ দল বেছে নিলেন ওয়াকার ইউনুস
পাকিস্তানের বিশ্বকাপ দল বেছে নিলেন ওয়াকার ইউনুস
পাকিস্তান কিংবদন্তি ওয়াকার ইউনুস নিজের পছন্দের ১৫ সদস্যের নাম নির্বাচন করেছেন। ওয়াকার যাদের মনে করছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের জন্য। যেখানে ৩ জন অলরাউন্ডার, ২ জন বিশেষায়িত স্পিনার, ৪ জন পেসার রেখেছেন তিনি। বাকিরা ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা করে নিয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন। সাবেক ক্রিকেটাররা জানিয়ে দিচ্ছেন তাঁদের পছন্দের নামগুলো। ভারতের সাবেকরা তো প্রায় প্রতিদিনই ঘোষণা করে যাচ্ছেন বিভিন্ন নাম। পাকিস্তান থেকে আর বাদ যাবে কেন! সেই ধারাবাহিকতায় ওয়াকারের কাছ থেকেও পাকিস্তান স্কোয়াডের একটি ধারাপাত মিলল।
খুব অবাক করা কোনো নাম নেই। অনেকটা যাদের থাকার কথা ছিল, তেমনটাই। তবুও দুই-একটি নাম দর্শকদের কাছে আলাদা মনে হতে পারে। যেখানে অবসর ভেঙে ফিরেছেন ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির। দুজনেই নিজেদের চাওয়া ব্যক্ত করেছেন, তাঁরা স্কোয়াডের অংশ হতে চান।
ওয়াকার এই দুই ক্রিকেটারকে রেখেছেন নিজেদের পছন্দের তালিকায়। বাবর আজম তো অধিনায়কের দায়িত্ব পালন করবেন। ওপেনিংয়ে তরুণ সাইম আইয়ুব ও ফখর জামান রয়েছেন। উইকেটরক্ষক হিসেবে আছেন মোহাম্মদ রিজওয়ান ও আজম খান। আজম খানের থাকাটা কিছুটা নতুন বিষয় বটে। তবে তাঁকে নিয়ে দলের পরিকল্পনা ছিল বিশ্বকাপ ঘিরে। বর্তমানে কিছুটা চোট পেয়ে মাঠের বাইরে আছেন এই ক্রিকেটার। ব্যাটসম্যান হিসেবে উসমান খানের জায়গা মিলেছে এই স্কোয়াডে।
অলরাউন্ডারের ভূমিকায় যে নামগুলো, তা অনুমান করা যায়। সেখানে ইফতিখার আহমেদ, শাদাব খান ও ইমাদ রয়েছেন। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁদের বোলিং এবং বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং- দুটোই কাজে লাগবে পাকিস্তানের জন্য।
দুইজন বিশেষায়িত স্পিনার; আবরার আহমেদ ও উসামা মীর’কে রেখেছেন এই সাবেক পাকিস্তানি ক্রিকেটার। পেসার হিসেবে এই স্কোয়াডে আমির জায়গা করে নিয়েছেন। বাকি ৩ জন; শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
ওয়াকার ইউনুসের পাকিস্তান স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), উসমান খান, আজম খান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, আবরার আহমেদ, উসামা মীর, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, হারিস রউফ।